আসসালামু আলাইকুম। কেমন আছেন
আপনারা সকলে??? আশা করি ভালই
আছেন। আর বরাবরের মত আমার একই
কথা
যে,আপনারা ভাল থাকলে আমিও
ভাল থাকব। তাই আপনাদেরকে ভাল
রাখতে আমার আজকের এই পোস্ট।
আশা
করি আগেই টিউনের টাইটেলটা
দেখেছেন। তাহলে চলুন মুল টিউনে
চলে যাই।
ফেসবুক বর্তমানে প্রায় ১২০ কোটি
মানুষের সমাগম এই নেটওয়ার্কে। আর
এরই সাথে জড়িয়ে আছে আমরা সহ
আমাদের মত আরও অনেক মানুষই। এর এই
নেটওয়ার্কের রয়েছে নানা ধরনের
ফিচার যা আমাদের অজানা।
ফেসবুকে দেখা কিছু সাধারন
বিষয়ের
একটি হল ব্যাবহারকারীর নাম। এখন

বর্তমানে কত ধরনেরই নাম দেখা
যাচ্ছে সিঙ্গেল নাম, উল্টা নাম সহ
অনেক কিছু তবে আজকের টিউনটি হল
নামবিহীন একাউন্টের। নিচে
দেখতে
পারেন।
অনেকেরই এটা অনেক কঠিন মনে হতে
পারে কিন্তু এটা প্রচুর সহজ জীবনে
হয়তো কখনো দেখেননি এমন
প্রোফাইল
আর চিন্তাও করেননি তাই আজ
আপনাকে দেখাতে এবং চিন্তা
করাতে আমি এসে গেছি!!
নিচের পদ্ধতি মেনে চলুনঃ
১) প্রথমে Facebook.Com এ যান।
২) এবার Create New Account এ ক্লিক
করুন।
৩) এবার আপনি কিন্তু নতুন একাউন্ট
খুলছেন। তাই নামের ঘরগুলো বাদ
রেখে অন্যান্য ঘরগুলো সব পুরন করে
ফেলুন।
৪) এবার নামের ঘরের মধ্যে প্রথম
বক্সে
တမန္ေတာ္

৫) এবং তৃতীয় বক্সে
က်ဴးပါက်ဲ
দিন।
৬) ব্যাস এবার সাইন আপে ক্লিক করুন।
দেখবেন আপনার আইডির নাম ঐ দুই টা
মিলিয়ে আছে।
এবার ৩০ দিন অপেক্ষা করবেন।
দেখবেন ফেসবুক থেকে আপনার
আইডি
নামটি মুছে দেওয়া হয়েছে। তখন
আপনাকে নতুন কোন নাম দিতে বলবে
কিন্তু আপনি কোন নাম না দিয়ে
Submit এ ক্লিক করবেন।
ব্যাস তখন থেকে আপনার আইডি নাম
গুম। এবার যতখুশি নাম ছাড়া আইডি
চালাবেন। বুঝতে কোন সমস্যা হলে
কমেন্ট করবেন . সৌজন্নে

6 thoughts on "এবার সবচেয়ে সহজ উপায়ে আপনার ফেসবুক আইডি নাম গুম করে দিন। আর যতখুশি নাম ছাড়া ফেসবুক আইডি চালান।"

  1. Arfinabdullah Contributor says:
    আমার আগের আই ডি নাম মোছার কোন পদ্দতি আছে থাকলে বলেন।
  2. ainnayan Contributor Post Creator says:
    Ki Hoice Id Ar??
  3. yeasin st Contributor says:
    আমি যে পুরাতন আইডি চালাচ্ছি সেইটার নাম ঊড়াই দেয়া যাবে????
  4. Nerob shawon Contributor says:
    Cord boja jassa na
  5. ainnayan Contributor Post Creator says:
    yeasin st vai kora jabe
  6. ainnayan Contributor Post Creator says:
    Nerob shawon code ta ar ai style ai

Leave a Reply