নাম ভেরিফাই দুইভাবে হয়ে
থাকে>> নরমালী যেটা হয়, যদি
দেখেন যে আপনার আইডি লগ
আউট হয়ে গেছে আবার লগিন
করতে গিয়ে দেখবেন নতুন নাম
আপডেট দেওয়ার জন্য বলবে সেখানে শুধু
মাত্র ৩ টা ঘর আসবে
First name>>Middle name>>Last
name তাহলে আপনি এই তিনটা ঘর
পূরণ করলে আপনার শখের আইডি
ফেরত পাবেন,
তয় শর্ত আপনার আইডির আগের যে নাম
ছিলো সেটা যদি আবার
দেন তাহলে আপনার আইডি লক
হয়ে যাবে যা এরপর কার্ড
সাবমিট করা ছাড়া খুলবেনা তাই
এইরকম ৩ টা ঘর আসলে নামটা
পরিবর্তন করে আরেকটা দিবেন বা আগে
যেমন ছিলো তেমন
পরিবর্তন করে দিলে হবে।
দ্বিতীয় সিস্টেম>>
এইটা একটু কঠিন যেটার সমস্যায়
অনেকে ভুগতেছেন>> আপনার আইডি লগিন
করলে দেখা যাবে
যে আপনার নাম আপডেট দেওয়ার
জন্য বলা হয়েছে এবং সেখানে ৩
টা ঘর ছাড়া এক্সট্রা একটা অপশন
থাকবে সেটা হচ্ছে আইডি কার্ড
আপলোড দেওয়ার জন্য, আর এইটা এমন
একটা সমস্যা যে আইডি
কার্ড যদি ফেইসবুক কর্তৃপক্ষের
কাছে রিয়েল মনে না হয় তাহলে
আপনার আইডি ব্যাক দিবেনা।
তাই এই সিস্টেম এ আইডি কার্ড
আপলোড দিতে হবে এবং গ্রুহনযোগ্য হতে
হবে।তাই নাম
ভেরিফাই খোলার জন্য আপনারা
ন্যাশনাল আইডি কার্ড,
পাসপোর্ট, ড্রাইবিং লাইন্সে, এই
তিনটা কার্ড ব্যবহার করতে
পারেন তয় সবচেয়ে বেশী কাজ করে
নামের সাথে ন্যাশনাল কার্ড বা
পাসপোর্টের মিল না থাকে
তাহলে ঐগুলোর একটাকে ফটোশপ
দিয়ে এডিট করে আইডির নামে
বানিয়ে সাবমিট দিবেন আশা করি ৩ দিনের
মধ্যে আইডি ব্যাক
পাবে, কিছু আইডি আসতে সময়
লাগতে পারে তাই ধৈর্য্য ধরুন।
কোন প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট
বক্সে জানাতে পারেন, ধন্যবাদ
সবাইকে।
প্রথমে এখানে প্রকাশিত হয়াছিল।
One thought on "ফেসবুকে নাম ভেরিফিকেশনের নিয়ে যাদের সমস্যা, তারাই দেখুন কাজে লাগবে"