কেমন আছেন সবাই? জানি ভালো নেই। Facebook ব্লক্ড, কেউ কি তাইলে ভালো থাকতে পারেন?

আমি জানি এর আগেই অনেকে এরকম পোস্ট করেছেন। কিন্তু সেগুলো অনেক কঠিন এবং ব্যয়বহুল পদ্ধতি।

আমি গত সপ্তাহে এই সাইটে বলেছিলাম ফেসবুক বন্ধ হতে পারে।
আমার প্রোফাইলে গিয়ে দেখতে পারেন।

আগের পোস্টে বলেছিলাম Facebook বন্ধ হবে কিন্তু আজ শেয়ার করছি বাংলাদেশ সরকার কর্তৃক বন্ধ হয়ে যাওয়া Facebook এ ঢোকার নিয়ম। 😀

যেভাবে বন্ধ ফেসবুকে ঢুকবেনঃ-

প্রথমে নিচ থেকে Android App টি ডাউনলোড করে নিন।

Download One Click VPN.apk

এবার ইন্সটল দিয়ে Data Connection চালু করে অ্যাপটি ওপেন করুন।
এবার কিছুক্ষণ ওয়েট করুন। কয়েকটি দেশের পতাকা এবং নাম দেখতে পাবেন। সেখান থেকে Indonesia সিলেক্ট করুন। এবার একটি Notification আসবে। সেখানে I trusted this application এ √ টিক দিন তারপর Ok দিন।

এবার দেখুন আপনার স্ট্যাটাস বারে চাবির মত একটা লোগো দেখা যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত লোগোটি আসে ততক্ষণ পর্যন্ত বারবার ট্রাই করুন।

এবার Facebook, Whatsapp, Viber সহ সব সাইটে গিয়ে দেখুন ম্যাজিক। এবার ব্লক্ড হয়ে যাওয়া ফেসবুক মামারে আরামসে কুপাইতে থাকেন।

কোন সমস্যা হলে কমেন্ট করবেন। 🙂

এবং অন্তত একবার আমার সাইটে ঘুরে আসবেন – এখানে

6 thoughts on "Facebook ব্লক্ড? ঢুকতে পারছেননা? চলুন মাত্র এক ক্লিকেই ব্যবহার করি ব্লক্ড হয়ে যাওয়া Facebook, Whatsapp, Viber কোন ঝামেলা ছাড়াই (ব্যতিক্রম পদ্ধতি)"

  1. rhnruhan Contributor says:
    Android ver. 2.3 হলে ভাল হয়।
  2. Babulahammed Contributor says:
    ধন্যবাদ
  3. dipankarnet Contributor says:
    hotspot sheid vpn ta onek valo.. otar kno password lage na .. o taratari connect hoy
    1. SAMIR KHAN Contributor says:
      আসলেই ভাইয়া?? কাজ করে??
  4. chayon Contributor says:
    uc mini dia calan colbo ami clacci
  5. Kafihasan Contributor says:
    ইন্দোনেশিয়া দেওয়া লাগবে কোনো মানে নেই…যে কোনো একটা দেশ সিলেক্ট করলেই হল

Leave a Reply