আমার গতকালকের ব্লক ফেসবুক চালানোর ট্রিকসটা এখন কাজ করছে না । কারন ঐ Proxy টা জিপি ব্লক মারছে । তাই আজকের এই নতুন প্রক্সির টিউন ।
সবাই জানেন গতকাল বুধবার দুপুর সোয়া ১ টা থেকে বাংলাদেশ সরকারের নির্দেশে ফেসবুক সহ ফেসবুক মেসেন্জার, হোয়াটসএপ, ভাইবার, ইমো এসব সামাজিক যোগাযোগের সাইট ও এপ বন্ধ করে দেওয়া হয়েছে ।
তাই অনেকেই হয়ত ফেসবুক চালাতে পারছেন না আবার অনেকেই VPN ট্রিক ব্যবহার করে চালাচ্ছেন । কিন্তু কিছু নরমাল ফোন যেমন, নোকিয়া থেকে অপেরা মিনি দিয়ে ফেসবুকে যাওয়া যাচ্ছে না ।
কিন্তু একটা কাজ করলেই অপেরা দিয়ে নোকিয়া ও এন্ড্রুয়েড ফোন দিয়ে সহজেই ফেসবুক চালাতে পারবেন ।
JAVA
নোকিয়া ব্যবহার কারীরা নিচের কনফিগ টি ডাউনলোড করুন ।
Download
তারপর চায়না ফোন থেকে ব্লুটুথে নিন । দেখুন একটি কনফিগারেশন শো করছে, সেভ করুন । সেটিং এ গিয়ে কনফিগারেশনে যান । ডিফল্ট হিসাবে সেট করুন ।
Android,Symbian & China
নিচের মত করে একটা APN বানিয়ে ডিফল্ট APN করে সেভ করুন ।
APN:gpinternet or internet
Proxy:37.228.107.253
Port:80
NB: এই সেটিং টা শুধুমাত্র জিপি সিমে টেস্ট করা হয়েছে ।
এখন কোন ঝামেলা ছাড়াই বাংলাদেশ থেকে ব্লক ফেসবুক অপেরা দিয়ে চালাতে থাকুন ।
ফেসবুকে আমি
Apni Robi diye try kore dekte paren.hoteo pare…..
please help…