কবে খুলছে ফেসবুক–ভাইবার?

ফেসবুকসহ বন্ধ করে দেওয়া সামাজিক যোগাযোগ
মাধ্যম ও ইন্টারনেট অ্যাপসগুলো খুলে দেওয়ার জন্য
মন্ত্রণালয়ের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন
(বিটিআরসি)। সংশ্লিষ্টরা বলছেন ‘পরিস্থিতি
স্বাভাবিক’ হলে খুলে দেওয়া হবে।
স্বরাষ্ট্র, টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বিটিআরসির
সূত্রগুলো জানিয়েছে, ফেসবুকসহ কয়েকটি মাধ্যম
যেকোনো সময় খুলে দেওয়া হতে পারে। তবে কিছু কিছু
অ্যাপস আরও কিছুদিন বন্ধ রাখা হতে পারে।
নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে সবকিছু স্বাভাবিক
অবস্থায় এলে এসব মাধ্যম খুলে দেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের সার্বিক
নিরাপত্তা পরিস্থিতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও

পর্যালোচনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সার্বিক বিবেচনা করে পরিস্থিতি স্বাভাবিক মনে
হলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে টেলিযোগাযোগ
মন্ত্রণালয়কে জানিয়ে দেওয়া হবে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে,
নিরাপত্তার স্বার্থেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে
এসব মাধ্যম সাময়িক বন্ধ করা হয়েছে। তারা যখন মনে
করবে পরিস্থিতি স্বাভাবিক, তখন তারা জানালে
সঙ্গে সঙ্গে এগুলো চালু করে দেওয়া হবে।
বিটিআরসির উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তা জানান,
মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন তাঁরা।
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে গত বুধবার ফেসবুক,
ম্যাসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপ, লাইন, ট্যাংগো
ও হ্যাংআউটসহ সামাজিক যোগাযোগের কয়েকটি
মাধ্যম ও অ্যাপস বন্ধ করে দেয় সরকার। মানবতাবিরোধী
অপরাধের দায়ে জামায়াত নেতা আলী আহসান
মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য
সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশ বহাল
রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দেওয়ার
কিছুক্ষণের মধ্যেই ওই নির্দেশ জারি করে বিটিআরসি।
এ পদক্ষেপ নিতে গিয়ে এক ঘণ্টারও বেশি সময় সারা
দেশে বন্ধ ছিল ইন্টারনেট সেবা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র
জানিয়েছে, এসব মাধ্যম ব্যবহার করে যাতে কোনো
ধরনের উসকানি দিয়ে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি না
করা যায় এবং কোনো ধরনের অপরাধমূলক কাজ সংঘটিত
করতে না পারে, সে জন্য এ ধরনের ব্যবস্থা নেওয়ার
সুপারিশ করা হয়।

18 thoughts on "কবে খুলছে ফেসবুক–ভাইবার?"

  1. Avoid Contributor says:
    আর ১ মাসেও খোলা হবে কিনা সন্দেহ আছে….!!!
    মনে হচ্ছে কত বছর ফেবু চালাই না
    1. Kafihasan Contributor Post Creator says:
      hmmm
  2. REHAN CHOWDHURI Contributor says:
    Hajar bocor dore FB use kori nai.

    Fell hosse.

    1. Kafihasan Contributor Post Creator says:
      ki bolen vai!!!
  3. mdlove1 Contributor says:
    ami to use korte pari
    1. Kafihasan Contributor Post Creator says:
      Ami o use korchi
  4. Nayon islam Contributor says:
    ১ মাসেও খোলা হবে কিনা
    সন্দেহ আছে।না খোলা হলেও ভালো %%%%=-O &:-D 😉 :-?”
    1. Kafihasan Contributor Post Creator says:
      Thik bolechen
  5. md polash alom Contributor says:
    কেন আমিতো fb চালাইতাছি অনেক আগে থেকে।
    1. Kafihasan Contributor Post Creator says:
      amra sorkarer theke 1 dhap age mone rakhte hobe
  6. kosto HiN pakhi Contributor says:
    সব কি সরকারের মতন পাগল নাকি আমিতো সব চলাইতাছি বুধবার সন্ধা থেইক্কা
    ২ঘন্টা অস্থীর ছিলাম মাএ ২ঘন্টা চালাইতে পারি নাই
    1. Kafihasan Contributor Post Creator says:
      Amra to sorkarer thek 1 dhap agiye
  7. Md.Alkas Mia Contributor says:
    হি হি!!! আমি তো ঠাসা অপেরা মিনি দিয়ে চালাই
    1. Kafihasan Contributor Post Creator says:
      Yesssssss…
  8. Apu DB Contributor says:
    ki r komu?
  9. Rashed Parvez Contributor says:
    ami to shob kichu chalate pari
  10. Ronju Contributor says:
    কী করমু আর
  11. sreemanta Contributor says:
    kivabe chalabo shob…????

Leave a Reply