বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন
আইনজীবী বন্ধ রাখা সামাজিক
যোগাযোগ
মাধ্যমগুলো ২৪ ঘণ্টার মধ্যে খুলে দিতে
সরকারের কাছে একটি আইনি নোটিশ
পাঠিয়েছেন। বাংলাদেশে বর্তমানে
ফেসবুক, ভাইবার ও হোয়াটসঅ্যাপের
মতো
জনপ্রিয় সোশ্যাল যোগাযোগ
মাধ্যমগুলো
বন্ধ রাখা হয়েছে।
অ্যাডভোকেট কুমার দেবুল দে ডাক ও
টেলিযোগাযোগ সচিবকে উদ্দেশ্য করে
নোটিশটি পাঠিয়েছেন। এতে তিনি
বলেছেন, যদি ২৪ ঘণ্টার মধ্যে
মিডিয়াগুলো
খোলা না হয়, তবে কর্তৃপক্ষ আইনি
জটিলতায়
পড়বেন। উল্লেখ্য, ফেসবুকসহ তিনটি
প্রধান
সামাজিক যোগাযোগ মাধ্যম গত ১৮

নভেম্বর
বন্ধ করে দেয়া হয়।
advertisement
দেবুল কুমার দে সংবাদ মাধ্যমকে বলেন,
‘ডাক
ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ফেসবুক,
হোয়াটসঅ্যাপ এবং ভাইবারের মতো
সামাজিক যোগাযোগ মাধ্যমের
ওয়েবসাইট
এবং অ্যাপ্লিকেশন বন্ধ করে দিয়েছে।
সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে
ইন্টারনেট
সেবাদাতা প্রতিষ্ঠান ও মোবাইল
অপারেটরদের মাধ্যমে এটা তারা
করেছে।’
তিনি যোগ করেন, ‘এ কারণেই ফেসবুকসহ
তিনটি মাধ্যম ১৮ নভেম্বর থেকে বন্ধ
আছে।’
এই আইনজীবী সরকারের সিদ্ধান্তটিকে
‘খামখেয়ালি’ বলে উল্লেখ করেন। তিনি
জানান, সরকারের এই সিদ্ধান্ত
সাংবিধানিক অধিকারের লঙ্ঘন। একই
সাথে
তা সংবিধানের ৩৯ ধারার তথ্য অধিকার
আইন, ২০০৯ এর পরিপন্থী।
নোটিশে দেবুল দে বলেন যে, এ ধরনের
সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার
ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে
একটি
বাধা।
ফেসবুকসহ উল্লেখিত মাধ্যমগুলো বন্ধ
করার
পর মোবাইল অপারেটরদের ইন্টারনেট
ব্যবহার
শতকারা ২২ ভাগ কমে গেছে। ঢাকা
ভিত্তিক
ইংরেজি পত্রিকা দ্যা ডেইলি স্টার এ
বিষয়ে তিনটি বড় মোবাইল অপারেটরের
কাছ
থেকে তথ্য সংগ্রহ করেছে।

10 thoughts on "২৪ ঘণ্টার মধ্যে ফেসবুক- ভাইবার খুলে দিতে আইনি নোটিশ"

  1. Avoid Contributor says:
    সাবাশ
  2. kaderakhi Contributor says:
    আমি আওয়ামীলিগ সাপোট করি,,,,কিন্তু ফেসবুক বন্ধ করে দেওয়ার পর থেকে আমি আর আওয়ামীলীগ পছন্দ করিনা,,,,,,আমার কাছে শেখ হাসিনা সরকারের সব কাজ গুলো ভালো লেগেছে,,কিন্তু ফেসবুক বন্ধ করা ভালো লাগে নাই
  3. kaderakhi Contributor says:
    বাংলাদেশের ইতিহাসে ১৮
    নভেম্বর
    ছিল ফেসবুকের একটি কালো দিন!
    ওইদিন বাংলাদেশ হানাদার
    বাহিনীর
    হাতে ৮০% ফেসবুক মুক্তি বাহিনী
    নিহত হবার পর স্বাধীনতার ডাক
    দিল
    আমাদের প্রাণপ্রিয় নেতা
    UC BROWSER ### লেফটেনেন্ট
    VPN ###### কন্যেল OPERA
    এক্ষেত্রে আথি্ক ভাবে সাহায্যে
    এগিয়ে এসেছে জাপান,
    সিংগাপুর ও
    ফ্যান্স! USA & UK সহ আরো কিছু
    দেশের proxy বাহিনী!
    কবে এ যুদ্ধ শেষ হবে??????????
    1. Dipto222 Author says:
      Awesome

Leave a Reply