জেনে রাখুন,কাজে লাগবে।
● আপনি কোন কিছুতে ব্লক হলে যেমন লাইক,টিউমেন্ট,মেসেজরিকোয়েস্ট পাঠানো,গ্রুপে ফ্রেন্ড অ্যাড ইত্যাদি ক্ষেত্রে। সেই ব্লকের মেয়াদ কতদিন বাকি আছে জানতে Setting > বামে নিচে support inbox এ ক্লিক করুন।
● কাউকে ক্লোজফ্রেন্ড লিস্টে রাখতে মোবাইল থেকে timeline > একেবারে নীচে see friend list > close friend বক্সে টিক দিয়ে done করুন।
● একটি আইডি থেকে আপনি আনলিমিটেড পেজ role/manage করতে পারবেন।
● 60 দিনের আগে নাম চেন্জ করতে Setting > Genarel > Name edit > নীচের দিকে নীল রঙের Learn more > আবারও নীচে learn more > let us know > যে নাম দিতে চান বক্সে লিখুন। 1st এবং last name অবশ্যই লিখতে হবে। middle name না লিখলেও হবে > Reason for this change > Legal Name Change > Choose এ ক্লিক করে যেকোনো একটি ফটো আপলোড করে send করে দিন।৭২ঘন্টার ভিতর নাম চেঞ্জের অপশন আসবে।তখন চেন্জ করতে পারবেন।
● পিসি থেকে auto video play অফ করতে settings & privacy > বাম পাশে নীচে Videos > auto play videos > default করা আছে off করে দিন। এটা মোবাইলে ব্রাউজারে ডেক্সটপ ভিউ দিয়েও করা যায়।
● আপনার মৃত্যুর পর Real ID বাঁচিয়ে রাখতে উত্তরাধিকার সূত্রে কাউকে উইল করতে settings > security > নীচে legacy contact > নাম সার্চ করে সিলেক্ট করে দিন।
● পিসিতে একবারে ১০ টি করে ট্যাগ রিমুভ করতে timeline > view activity log > বামে নিচে photos > photos of you > টিক দিয়ে ১০ টি ট্যাগ সিলেক্ট করুন।ডানে উপরে লক্ষ্য করুন report/remove tags > I want the photos untagged > Untag photos এ ক্লিক। এটা মোবাইলে ব্রাউজারে ডেক্সটপ ভিউ দিয়েও করা যায়।
● অন্য কারো পিসি বা মোবাইল থেকে আপনার আইডিতে লগইন করলেন।কিন্তু লগআউট করতে ভুলে গেলেন!এক্ষেত্রেঅন্যকেউ আপনার আইডিতে ঢুকে ঝামেলা করতে পারে। করণীয় হলো Settings > security > active sessions > last accessed এর বক্সে টিক দিয়ে remove selected করে দিন।লগ আউট হয়ে যাবে।
● যে সেটিংগুলো করতে ডেক্সটপ প্রয়োজন সেগুলো মোবাইলে Mozilla, Chrome ব্রাউজার ইনস্টল দিয়ে request desktop site অপশন সিলেক্ট করে করা যায়।
ফেসবুক পেজে লাইক দিন নিয়মিত আপডেট দিই
ফেসবুক পেজে লাইক দিন. I
ধন্যবাদ
One thought on "ফেসবুকের প্রয়োজনীয় টিপস্ এক নজরে… সবাই দেখবেন. আপনার উপকার হতে পারে"