মাত্র এক ক্লিকেই বদলে ফেলুন নিজের ফেইসবুক অ্যাকাউন্টের প্রোফাইল ছবি। বিজয় দিবসকে সামনে রেখে নিজেকে রাঙান লাল-সবুজ রঙে।0auQjb3e

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিজয় দিবস উদযাপন উপলক্ষে এমনই এক উদ্যোগ নিয়েছে স্থানীয় মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান ইজি টেকনোলজি।

এর মাধ্যমে দশ লাখ ফেইসবুক ব্যবহারকারীর প্রোফাইলের ছবি জাতীয় পতাকার রঙে রাঙানোর লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।

ddd

বিজয়৭১ ডটনেট নামের ওই অ্যাপ দিয়ে ব্যবহারকারীরা তার প্রোফাইলের ছবি রাঙাতে পারবেন। তবে ইজি টেকনোলজিস ৩১ ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশনটি দিয়ে প্রোফাইলের ছবি রাঙানোর সুযোগ সকলের জন্য উন্মুক্ত রাখছে।

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ক্যাম্পেইনটির উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বিশেষ অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এছাড়াও ক্যাম্পেইনের উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন ইজি টেকনোলজিসের মফিজুর রহমান টিপু, আইটিবাজার২৪ ডটকমের প্রধান নির্বাহী শাহাবুদ্দিন রিয়াদসহ আরও অনেকে।

আইসিটি বিভাগের সহায়তায় ইজি টেকনোলজি লিমিটেড এই ইভেন্ট পরিচালনা করছে। এতে পৃষ্ঠপোষকতা করেছে আইটিবাজার ২৪ ডটকম।

pro

এক ক্লিকে নিজের প্রোফাইলের ছবি লাল-সবুজে রাঙাতে এই ঠিকানায় ক্লিক করতে পারেন।

 

One thought on "যেভাবে এক ক্লিকেই প্রোফাইল ছবি পিক বাংলাদেশের জাতীয় পতাকা দিবেন !"

  1. shamim al mamun Subscriber says:
    Admin @RANA Boss Copy post ধরা পরছে ৷ এরে কি করবেন ৷

Leave a Reply