সবচেয়ে পরিচিত এবং জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক সাইট হল ফেসবুক। কম্পিউটার ব্যবহার কারীর কাছে সময় ও কাজের দক্ষতা বৃদ্ধির জন্য যেমন শর্টকাট কী জানা প্রয়োজন। তেমনি ফেসবুক ব্যবহার কারীর কাছে দক্ষতা বৃদ্ধি জন্য ফেসবুক শর্টকাট কী জানা অতন্ত জরুরী। নিম্নে ফেসবুক দরকারি শর্টকাট কী ও ব্যবহার আলোচনা করা হল।
শর্টকাট কী —– বর্ণনা
Alt+1 = হোম পেজে যেতে।
Alt+2 = নিজ প্রোফাইল ওয়ালে যেতে ।
Alt+3 = ফ্রেন্ড রিকুয়েস্ট চেক ( ফ্রেন্ড রিকুয়েস্ট না আসলে কাজ করবে না )
Alt+4 = মেসেজ দেখার জন্য ((মেসেজ না থাকলে কাজ করবেনা
Alt+5 = নোটিফিকেশন দেখার জন্য ( নোটিফিকেশান না থাকলে কাজ করবে না)
Alt+6 = অ্যাকাউন্ট সেটিংসে যেতে ।
Alt+8 = ফেসবুকের ফ্যান পেজে যেতে ।
Alt+0 = ফেসবুকের হেল্প সেন্টারে যেতে ।
Alt+m = নতুন মেসেজ লিখতে ।
Alt+? = সার্চ বক্সে কারসার আনতে।