বর্তমান সময়ে সারা বিশ্বে জনপ্রিয়
সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক নিয়ে
মাতামাতির শেষ নেই।
মাতামাতি হবেনা কেনো, এই
ফেসবুকের কল্যানেই তো অনেকদূরে
থেকেও সবাই কতো কাছাকাছি।
কিন্তু সমস্যা হল ফেসবুক ব্যবহার করতে
করতে হঠাৎ ফেসবুক অ্যাকাউন্ট ব্লক
হওয়া নিয়ে । হুম এটা বর্তমান সময়ে
খুবই ঘটছে। আপনার প্রিয় ফেসবুক
অ্যাকাউন্ট চলতে চলতে হটাৎ বন্ধ হয়ে
যাচ্ছে কিন্তু কেন অনেকের মনেই এই
প্রশ্ন জাগে।
আর আজকে আমি সেই সব কারণ এর
মধ্যে ১০টি প্রধান কারণ আপনাদের
সামান্য তুলে ধরার চেষ্টা করবো :
১. ফেসবুক স্ট্যাটাসে বা ম্যাসেজে
আক্রমাত্মক এমন কিছু লিখবেন না
যেটা পড়ে মনে হয় আপনি কাউকে
হুমকি দিচ্ছেন এমনটা যদি করেন
তাহলে সেই বাক্তি যদি আপনার
অ্যাকাউন্টে রিপোর্ট করে তাহলে
আপনি কিন্তু ব্লক হতেই পারেন,
ভারতীয় ফেসবুক এই অভিযোগটিকে
খুবই গুরুত্ব সহ বিচার করে। তাই আপনার
ফেসবুক অ্যাকাউন্ট টি থেকে
কাউকে হুমকি দেওয়া থেকে বিরত
থাকুন।
২. আমারা যারা নতুন ফেসবুক
অ্যাকাউন্ট করি তারা ফেসবুকে
দিনে একাধিক জনকে ফ্রেন্ড
রিকুয়েস্ট পাঠিয়ে দিই যা মোটেও
ঠিক নয়। এই ভাবে সীমা অতিক্রম
করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্লক
হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে
না।
৩. একই দিনে যদি ফেসবুক পেজ বা
গ্রুপে একই ম্যাসেজ লিখে একাধিক
বার ম্যাসেজ করা হয় তাহলে আপনার
অ্যাকাউন্ট ব্লক হয়ে যেটে পারে । এ
ক্ষেত্রে আপনি সেই সব ম্যাসেজ
করার সময় কিছুটা পরিবর্তন করে করে
ম্যাসেজ করুন ।
৪. আপনি যদি আপনার নিজের ফেসবুক
ওয়ালেও একই পোস্ট একাধিক বার
দেন তাহলে সেটাকে ফেসবুক
স্প্যাম ভেবে আপনার ফেসবুক
অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে
তাই এটা থেকে বিরত থাকার
চেষ্টা করুন।
৫. আপনি যদি প্রতিদিন একাধিক
ফেসবুক ফ্যান পেজে লাইক করেন
তাহলে আপনাকে প্রথমে
সতর্কবার্তা দেবে। আপনি যদি তাও
একি ভাবে কাজটি চালিয়ে যান
তাহলে অ্যাকাউন্ট ব্লক করে দিতে
পারে।
৬. পর্নোগ্রাফি মানে অশ্লীল ফটো
কিংবা ফটো পোস্ট বা আপলোড
করতে আপনি ভালবাসলেও ফেসবুক
কিন্তু এটা একেবারেই পছন্দ করে না
তাই এই অশ্লীল ফটো ভিডিও পোস্ট
থেকে বিরত থাকার চেষ্টা করুন।
ফেক নাম মানে কোন কোন বড়
সেলিব্রেটির নাম দিয়ে আপনার
অ্যাকাউন্ট খুলেন এবং সেই
অ্যাকাউন্ট এ অভিযোগ হলে আপনার
অ্যাকাউন্ট ব্লক হতে পারে।
৮. আপনি আপনার বাড়ির প্রিয়
পোষা বিড়াল বা কুকুর টিকে খুব
ভালবাসেন তাই তার নাম দিয়ে
একটা অ্যাকাউন্ট করে দিলেন
তাহলে আপনার অ্যাকাউন্ট ব্লক করে
দিবে ফেসবুক।
৯. আপনি যদি ভাবে আপনার
অ্যাকাউন্ট টিকে আপনার প্রতিষ্ঠান
এর বিজ্ঞাপন এর জন্য ব্যবহার করবেন
তাহলে আপনি ভুল ভাবছেন এই ভাবে
কোন অ্যাকাউন্ট চালালে আপনার
অ্যাকাউন্ট ব্লক হতে বাধ্য।
১০. এছাড়াও প্রচুর পরিমানে
বিরক্তি কর ফটো ট্যাগ , ফেক
অ্যাকাউন্ট খুলে এবং সেটা ফেসবুক
শনাক্ত করতে পারলেই সেই
অ্যাকাউন্ট ব্লক করে দেয়।