আমাদের অনেকে যারা ফেবু খুবই কম চালাই তারা অনেক সময় নিজেদের ফেবু আইডির পাসওয়ার্ড ভুলে যাই।

অথবা দেখা যায়, কয়েকমাস ধরে শুধু একটি ব্রাউজার দিয়ে আপনি ফেবু চালাচ্ছেন এবং আপনার আর অন্য কোনো আইডি (ফেক আইডি কিংবা স্প্যাম আইডি) না থাকাতে লগ আউট দেবার কোনো প্রয়োজন আপনার পড়েনা। যার ফলে দীর্ঘদিন পর আপনি আপনার ফেবু পাসওয়ার্ড ভুলে বসলেন।

ট্রিকবিডিতে আমি অনেক আগে থেকে থাকলেও এখনো পর্যন্ত কোনো টিউন আমি করিনি। আজ প্রথম এই টিউনটা লিখলাম।

এখানকার সবাই আশা করি জ্ঞানী মানুষ। আগে থেকে অনেকে আজকের টিউনটা সম্পর্কে জেনেও থাকতে পারেন। তবুও আমি বিষয়টা এখানে পুরোভাবে আমার সাধ্যমত তুলে ধরলাম যাতে বিষয়টা সহজে বুঝি এবং পারি ।

চলুন, কিভাবে কি করবেন…

আপনি দুই প্রক্রিয়ায় আপনার পাসওয়ার্ড ফিরে পেতে পারেন। দুটোতেই আপনি আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন এই বলে এগিয়ে যেতে হবে। আর ভিন্ন উপায় নেই।

একটা করা যায় ইমেইল দিয়ে আর অন্যটা করা যায় মোবাইল নাম্বার দিয়ে।

আপনি ফেবু চালাচ্ছেন কিন্তু যে আইডিটা চালাচ্ছেন তার পাসওয়ার্ড আপনার মনে নাই, খাই ফেলছেন । এখন আপনার অবশ্যই উচিত আপনার আইডির পাসওয়ার্ড রিকভার করে ফেলা। নাহয় আইডি হারাতে পারেন।

কারন আপনি লগ আউট না দিলেও অনেক সময় সার্ভারের প্রবলেমের কারনে আইডি অটো লগ আউট হয়ে you must log in first দেখায়।

ব্যস, তখন নিজের মাথায় তবলা বাজানো ছাড়া আর কিছু করার থাকবেনা।

চলতি আইডির ক্ষেত্রে,,,

আপনার আইডির পাসওয়ার্ড রিকভার করার জন্য প্রথমে আপনি আপনার একাউন্টের about এ যান। সেখানে যে মেইল এড্রেসটা সেট করা আছে, সেই মেইলের পাসওয়ার্ড মনে আছে কিনা চিন্তা করে দেখুন।

অর্থাৎ আপনার এ্যাকাউন্টে সংযুক্ত জিমেইল কিংবা ইয়াহু যে মেইল আইডিটা আছে তার মেইল পাসওয়ার্ডটা আপনার মনে আছে কিনা ভাবুন মিয়া।

মনে থাকলে তো খুব ভাল। আর এটাও মনে না থাকলে এত টেনশিত হবার কিচ্ছু নাই। উপায় এখনো অনেক আছে ।

যেহেতু মেইল পাসওয়ার্ড জানেন না তাহলে এবার আপনি আপনার ফেবু প্রোফাইলের মোবাইল নাম্বার অপশানে যান। এটা অত্যন্ত সহজ পদ্ধতি…

সেখানে যদি কোনো নাম্বার সেভ করা থাকে তো ঐ নাম্বারটা আপনার কাছে কিনারে আছে কিনা খোঁজ খবর নেন। থাকলে তো ভালো। আর যদি নাম্বারটা আপনার ধারে কাছে না থাকে তাহলে আপনি আরেকটা নাম্বার যেটা আপনার কাছে আছে সেটা এখন প্রোফাইলে Add করে নিন।

একটা ম্যাসেজ আসবে সেখানে একটা কোডও থাকবে সেটা দিয়ে নাম্বারটাকে এবার কনফার্ম করে ফেলুন।

অথবা,,,

আরেকটি ইমেইল এড্রেস যেটার পাসওয়ার্ড আপনার মনে আছে সেটা আপনি about থেকে E-mail এ গিয়ে Add করে নিন। এড্রেসটাতে একটা মেইল যাবে E-mail confirmation করার জন্য। সেখান থেকে আপনার ইমেইলটা আপনি কনফার্ম করে নিন।

নতুন ইমেইলটা কনফার্ম হয়ে গেলে আগের ইমেইলটা ডিলেট করে দিতে পারেন, সমস্যা নাই।

এবার আপনি নিশ্চিন্ত মনে ফেবু লগ আউট করে দিতে পারেন।

এখন,,,,

যাদের ইতিমধ্যে পাসওয়ার্ড ভুলে যাবার কারনে আর আইডি recover করতে পারেননি তারাও একটু খেয়াল করুন।

আপনি ফেবুর প্রথম পৃষ্ঠা থেকে forgotten password? অপশানে ক্লিক করুন।

পরবর্তী পেজে একটা বক্স দেখাবে সে বক্সটাতে আপনার ফোন নাম্বার কিংবা মেইল যে কোনো একটা লিখে সার্চ দিন।

দেখবেন আপনার আইডিটা এখানে শো করছে।

এবার কন্টিনিউ করুন।

পরের পেজে ফোন নাম্বারে নাহয় ইমেইলে টিক দিয়ে কন্টিনিউ করুন ।

তাহলে আপনার ফোনে কিংবা মেইলে যেটা আপনি টিক দিয়েছিলেন সেটাতে একটা বার্তা আসবে আর সেখানে একটা কোডও থাকবে।

ওই কোডটা এন্টার করার জন্য পরের পেজে একটা ছোট বক্স পাবেন। সেখানে six digit এর কোডটা লিখে এগিয়ে যান।

এবারের নতুন পেজটাতে আপনি new password এবং confirm password ঘর দুটোতেই একই পাসওয়ার্ড লিখুন। সেভ করুন আর বাকি কাজগুলোও করে নিন…

ব্যস, হয়ে গেল। কাজ শেষ। এবার আইডি নিশ্চিন্তে চালাতে থাকুন।

আশা করি, আপনি খুব সহজে এসব এখন করে ফেলতে পারবেন।

আর যদি করতে ভয় পান তাহলে এ ব্যাপারে অভিজ্ঞ পরিচিত কারো সাহায্যও নিতে পারেন।

চাইলে কিছু বলতে পারেন
www.facebook.com/Rosik.Mama

17 thoughts on "আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে পাসওয়ার্ড রিকভার করবেন ! !"

  1. Delower532 Contributor says:
    Assalamu Alaikum…. vi amr akta fb id block hoye gece.. ki korbo?plzzzzzzz help koren…
    1. Billaah Hashemi Author Post Creator says:
      দেলোয়ার ভাই, আপনি আসলে ব্লক বলতে কি বুঝাচ্ছেন সেটা আগে আমাকে পরিষ্কার হতে হবে । সাধারনত ফেবুতে অনেকে রিপোর্ট করলে আইডিকে ডিজেবল করে দেওয়া হয় । ঐ ধরনের হলে অধিকাংশ ক্ষেত্রে আইডি ঠিক করার তেমন কোনো সুযোগ থাকেনা । এছাড়া ফেবুর অন্যান্য সমস্যাসমূহ ঠিক করা সম্ভবপর হয় । 🙂 🙂
    1. Billaah Hashemi Author Post Creator says:
      ধন্যবাদ মাসুক খান ভাই 🙂
    2. MasukKhan Contributor says:
      Vai Amake Help korun WiFi password kivabe hack Korbo.plz janle bolen.
  2. Rian Contributor says:
    baia amar ekta id onek jorori cilo but
    number mone ase password mone nai, r je number dia khula setaw hariea gese ki korte pari!!!
    1. Billaah Hashemi Author Post Creator says:
      রিয়ান ভাই, এক্ষেত্রে আপনার আইডি ফিরে পেতে হলে আপনাকে ঐ নাম্বারটা উঠাতে হবে । তারপর টিউন অনুযায়ী কাজ করে আইডি রিকভার করে ফেলতে পারবেন ।
    2. Rian Contributor says:
      tnx
  3. Billaah Hashemi Author Post Creator says:
    ওয়াই-ফাই পাসওয়ার্ড হ্যাক করার টিপসের জন্য গুগলে সার্চ করতে পারেন। পেয়ে যাবেন… :O
  4. Delower532 Contributor says:
    ভাই,আমার আইডিটা হেক হয়ে গেছে।কি করব?
    1. Billaah Hashemi Author Post Creator says:
      হ্যাক হয়ে গেলে তো ভাই আর কিছু করার মত অবস্থা হ্যাকার আর রাখবেনা । আমার মনে হয়না হ্যাক আইডি সহজে ফিরে পাওয়া যাবে…
  5. md imam Contributor says:
    বুঝলাম না
    1. Billaah Hashemi Author Post Creator says:
      না বুঝলে সেটা তো আপনার ব্যার্থতা । :-/
  6. Delower532 Contributor says:
    accha vi plzzzzzzz amr idta uddhar kore din plzzzzzzz vi…onek joruri id….apnr number den amk
    1. Billaah Hashemi Author Post Creator says:
      আপনি আমার সাথে ফেবুতে যোগাযোগ করুন…

      [url=http://facebook.com/Rosi.Mama][/url]

  7. mdrazumiaR Contributor says:
    amar id number password jani na id ta thik ace akon ki korbo
  8. mdrazumiaR Contributor says:
    amar id number password jani na id ta thik ace akon ki korbo

Leave a Reply