বিসমিল্লাহির রাহমানির রাহিম … আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যাতে ভালো থাকেন সবসময় সেই প্রার্থনা করি।

…এবার কাজের কথায় আসি….

কিছু অসাবধানতার
কারনে হ্যাকিং এর
শিকার হয়ে
আপনার ফেসবুক
আইডি হাত ছাড়া
হয়ে যেতে
পারে।


আমাদের
অনেক সময় ফেসবুক
আইডি
হ্যাকিং হয়ে থাকলে
প্রাথমিক ভাবে কি
করা যেতে
পারে তার সঠিক
নির্দেশনার অভাবে
ফেসবুক
অ্যাকাউন্টটি শেষ
পর্যন্ত হাত ছাড়া

হয়ে যায়।
অ্যাকাউন্ট হ্যাকড
হলে যা করবেন
নীচের ধাপটি সঠিক
ভাবে অনুসরণ করে
আপনার
হারান ফেসবুক
অ্যাকাউন্ট ফিরে
পেতে পারেন:

১. এড্রেস বার থেকে
http://www.facebook.com/hacked এ
প্রবেশ করুন।

২. My AccountIs Compromised এ
ক্লিক করে এগিয়ে যান।

৩. Identify Your Account থেকে আপনার একাউন্ট
শনাক্ত করতে-
Email or phone number
কিংবা
Facebook username
অথবা your
name and a friend’s name
এই তিনটি অপশনের যেকোন একটিতে
প্রয়োজনী তথ্য দিয়ে SEARCH
বাটনে ক্লিক করুন।

৪. Security Check অপশনে ক্যাপচা
এন্ট্রি করে এগিয়ে যান।

৫. আপনার একাউন্টির ছবি সহ
ইউজার নেম থাকবে, This Is My
Account ক্লিক করে
এগিয়ে যান।

৬. এখানে আপনার ব্যবহৃত পুরনো
পাসওয়ার্ড প্রবেশ করান।
৭. ফেসবুক তথ্যগুল সঠিক দেখলে
পরবর্তী ধাপ গুলো আপনাকে দিবে,
সেই ধাপ সঠিক করে সম্পূর্ণ করলে আশা
করি আপনার ফেসবুক আইডি ফিরে পাবেন।
পোস্টটি প্রথমে এখানে হয়েছিল।

4 thoughts on "আপনার প্রিয় ফেইসবুক আইডিটি হ্যাক হলে কি করবেন? জেনে নিন"

  1. alone nur Contributor says:
    খুব ভালো পোস্ট করছেন ভাই 🙂 উপকারে আসবে .. ধন্যবাদ 🙂

    ______________

    একটু থামুন!!!
    আপনি কি জানেন বাংলাদেশে এই প্রথম বেড় হলো মন মাতানো সব ভালোবাসার অনুভুতি নিয়ে অডিও ডায়ালগের Mp3 .. (যেটা অন্য কোথাও পাবেন না)
    কথা দিলাম আপনার হৃদয়কে একটু হলেও ছুয়ে যাবে… (বেশি ইমোশনাল টাইপের হলে কান্নাও করে দিতে পারেন 😀 ) Trust Me!

    এখানে পাবেন– LoveTune.CF

    (বিঃদ্রঃ – এটা স্পাম না শুধুমাত্র তাদের উপকারের জন্য যারা জানেনা)

  2. tuhinraj Contributor says:
    এটা কি এ্যান্ড্রট মুবাইয়লে দিয়ে করা যাবে?

Leave a Reply