এবার হোয়াটসঅ্যাপ মেসেজ একই
সঙ্গে
ফেসবুকেও শেয়ার করা যাবে। শুধু
তাই নয়, এন্ড-টু-
এন্ড এনক্রিপশন-এর সাহায্যে আরও
সুরক্ষিত হবে
হোয়াটসঅ্যাপ চ্যাট।
২০১৪ সালে ১৯০০ কোটি ডলারের
বিনিময়ে
হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করে
ফেসবুক। তারপর
থেকেই অ্যাপ-এ নতুন সুবিধা যোগ
করার প্রক্রিয়া শুরু
করেছে মার্ক জুকেরবার্গের
সংস্থা। সাম্প্রতিক
সংযোজন ফেসবুক-হোয়াটসঅ্যাপ
ইন্টিগ্রেশন।
নতুন ব্যবস্থায় অ্যাপটিতে কী কী
ফিচার যোগ
হয়েছে, তা নিজের গুগল প্লাস
পেজ-এর
পোস্টে ব্যাখ্যা করেছেন

অ্যানড্রয়েড
ডেভেলপার জেভিয়ার স্যান্টোস।
পোস্ট
অনুযায়ী জানা গিয়েছে,
ফেসবুকের মালিকানাধীন
হোয়াটসঅ্যাপ-এর নতুন পরিষেবা
আপডেটের জন্য
2.12.413 সফ্টওয়্যার ব্যবহার করা
হয়েছে।
অন্যাদিকে, অ্যাপটির বর্তমান
সফ্টওয়্যার (যা গুগল প্লে-
র মাধ্যমে ডাউনলোড করা যায়) তা
2.12.367।
ওপরের স্ক্রিনশট-এ দেখা যাচ্ছে,
ফেসবুক-এর
সঙ্গে হোয়াটসঅ্যাপ-এর
ইন্টিগ্রেশন-এর ফলে
ইউজারের সোশ্যাল মিডিয়া
অভিজ্ঞতা উন্নততর
হবে। আরও জানা গিয়েছে, ইউজার
হোয়াটসঅ্যাপ-এর
ডেটা ফেসবুকে শেয়ার করার
অপশনে রাজি না
হলে তাঁকে আর কখনও এই বিষয়ে
প্রশ্ন করে
বিব্রত করা হবে না।
এছাড়া এন্ড-টু-এন্ড এনক্রিপশন-এর
ফলে
হোয়াটসঅ্যাপ-এর কল ও মেসেজ
আরও সুরক্ষিত
হবে। এই কারণে অ্যাপটি
টেলিগ্রামের মতোই
সুরক্ষিত থাকবে। এই ব্যবস্থায়
হোয়াটসঅ্যাপ সার্ভারও
প্রাইভেট চ্যাট মোডে
এনক্রিপ্টেড মেসেজ
পড়তে পারবে না। – সূত্র : এই সময়।

ভাল লাগলে আমার
সাইটটি ঘুরে আসুন আমার সাইট থেকে
TopZBD.Com

2 thoughts on "এবার থেকে আপনি Facebook এ পাবেন Whatsapp এর সুবিধা।।"

    1. Bd Trick Contributor Post Creator says:
      thanks

Leave a Reply