ফেসবুক ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বিশ্বজুড়ে শতো কোটি ফেসবুক ব্যবহারকারির জন্য ‘রিঅ্যাকশনস’ শিরোনামে নতুন একটি অপশন চালু করেছ ফেসবুক।
বুধবার রাতে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ নিজের পেজে এই
তথ্য জানিয়েছেন।
মার্ক জাকারবার্গ তার ওয়ালে লিখেছেন, আজকে আমরা বিশ্বজুড়ে আমাদের রিঅ্যাকশন্স চালু করলাম। নতুন লাইক বাটন, যার মাধ্যমে মনের বিভিন্ন অনুভূতি প্রকাশ করা যাবে।
তিনি লিখেছেন, ফেসবুকে সব সময় আমরা সুখের অনুভূতি প্রকাশ করতে চাই না। মাঝে মাঝে আমরা দুঃখ ও হতাশাও প্রকাশ করতে চাই না। আর এই কারণেই ব্যবহারকারীরা অনেক দিন ধরেই আমাদের কমিউনিটিতে ডিজলাইক বাটনের কথা বলে আসছিলেন। শুধু সুখ আর দুঃখ ছাড়াও নানা রকমের অনুভূতি মানুষ প্রকাশ করতে চায়।