শুভ সকাল।
কেমন আছেনন।
আজ ৪ দিন পর ট্রিকবিডিতে লিখতে বসেছি।
আজ আপনাদের সাথে এমন একটি টিপ্স শেয়ার করব যা হলো আপনার ফেসবুকের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিবে।
আপনারা অনেকেই চান যে আপনাদের ফেসবুকে ব্যাকগ্রাউন্ড এ যদি আপনার নিজের ছবি দেওয়া যেত।
দেওয়া যেতা হবে কি??
চিন্তা করবেন না আপনার স্বপ্ন পূরনণের জন্য আমি চলে এসেছি।
এটার জন্য লাগবেঃ-
একটি ফেসবুক আইডি।
একট কম্পিউটার বা ল্যাপটপ।
.
কাজটি গুগুল ক্রোমে সাপোর্ট করবে।
তাহলে চলুন কাজে নেমে পড়ি।
.
প্রথমে আপনি এখানে যান
আপনার ফেসবুক আইডিতে Login করুন।
তারপর Ctrl+T দিয়ে একটি নতুন Tab. Open করুন।
New tab open হওয়ার পর আপনি Google Chrome
এর ঐ কর্নারে থাকা Setting এ যান
তারপর Extension এ যান।
তারপর Get more Extension এ ক্লিক করুন।
দেখবেন যে আপনার কার্সর একটি Search Box এ মিটমিট করছে।
ওখানে লিখুন Facebook background changer
দেখবেন অনেকগুলো Add Ons এসে গেছে।
আপনার যেটা ভালো লাগে সেটাই সিলেক্ট করুন।
.
.
যদি আপনি না পারেন তো আমি যেটা ইউজ করছি সেয়া দিয়ে কাজ করুন।
.
এখানে ক্লিক করে এড করে নিন/a>
.
.
কমেন্টে ঐ লিংক থেকে আপনি গুগল ক্রোম থেকে ক্লিক করুন।
তারপর আপনাকে আমার ব্যবহার করার ঐ এপ্সটিতে নিয়ে যাবে।
তখন আপনি Add Chrome এ ক্লিক করেন ১০ সেকেনন্ড পর দেখতে পাবেন একটা পপ-আপ এলার্ট দিবে।
আপনি ওখানে Add Extension এ ক্লিক করুন।
ব্যাস Add ONS টি আপনার Google Chrome এ Add হয়ে গেল।
এখন আপনি আপনার প্রথম Tab এ যান।
মানে আপনার ফেসবুক আইডিতে যান।
এখন দেখতে পাবেন যে আপনার কম্পিউটার বা ল্যাপটপ এর ফেসবুক সার্চ বক্সে এর পাসে এই আইকনটি চলে এসেছে।
তারপর ঐ আইকনে ক্লিক করার পর আপনাকে তাদের একটি এপ্স সাইটে নিয়ে যাবে।
সেখানে আপনি অনেক রকমের থিম দেখবেন।
আপনার যেটা ভালো লাগবে সেটাই সিলেক্ট করুন।
আর যদি আপনি আপনার নিজের ছবি দিতে চান তো এটা অনুসরণ করুনঃ
Upload Background এ ক্লিক করে আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে আপনানার ছবিটি সিলেক্ট করুন
তারপর আপনি Stretch এ ক্লিক করুন।
তাতপর আবার আগের ট্যাবে যান।
মানে আপনার ফেসবুক আইডিতে।
.
ওয়াও!!!!!
কি দেখছেন।
মার্ক জাকারবার্গের দেওয়া নীল কালার কোথায় গেল?
হা হা হা!!!!!
আমরা ওটাকে গায়েব করে দিসি।
যদি আমার দেওয়া এই টিউন টি আপনার ভালো লাগে তো আমাকে ফেসবুকে বন্ধু বানাবেন
আরেকটা আইডি নিহাল রায়
এই লিঙ্কে গিয়ে এড করে নেন,