আসসালামু আলাইকুম
কেমন আছেন সকলেই। আশা করি
ভালোই আছেন আপনারা।
আমরা অধিকাংশ মানুষ এখন এই
তথ্যপ্রযুক্তির যুগে ফেসবুক ছাড়া
একেবারেই অচল। আমরা অনেকেই
এখন প্রধান যোগাযোগের মাধ্যম
হিসাবে ফেসবুক একাউন্ট বেছে
নিয়েছি। বর্তমানে ফেসবুকের
প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে
না। আমাদের অনেকেরই আবার দুইটা
বা তার বেশী আইডি ব্যবহার করি।
যারা একের অধিক একাউন্ট ব্যবহার
করেন তাদের জন্য একটি সুখবর দিতে
চাই।
খবরটা হয়তো অনেকেই এখনও জানেন

না।
আপনাদের ম্যাসেজের মাধ্যমে তথ্য
বা মনের ভাব আদানপ্রদানের মাধ্যম
ফেসবুকের Messenger app এর
সাহায্যে আপনি এখন থেকে এক
সাথে দুইটা আইডি লগইন করতে
পারবেন।

এখনো আপনাদের জানাবো কিভাবে
ফেসবুকে একের অধিক আইডিতে লগই
করবেনা।
এর জন্য আপনাকে প্রথমে
এখন থেকে ডাউনলোড করুন

তারপর “Messenger” এ আপনার আইডিতে লগইন করুন।

চিত্র 1 এ দেখুন “Account ” লেখা
আছে।
এবারের একাউন্ট লেখায় ক্লিক
করলে 2 নম্বর ছবির মত আসবে।
ঐখানে Account লেখার ডানপাশে ‘ +
‘ প্লাস চিহ্নের মত আছে। ওইটাতে

ক্লিক করুন। চিত্র 3 এর মতো একটি
পুশআপ পেজ ওপেন হবে আপনার অন্য
আইডি লগইন করার জন্য।
” Sign in to add another Account ”
লেখার নিচের বক্সে ID এবং
Password দিয়ে নিচের “Add” লেখায়
ক্লিক করুন। ব্যাস কাজ শেষ।
ভালো থাকুন,সুস্থ থাকুন এই কামনা
সৌজন্যঃ
ট্রিকপ্রিয় ডট কম

3 thoughts on "ফেসবুক এর Messenger দিয়ে একসাথে দুইটা আইডি চালান।"

  1. Rihan Author says:
    faltu..aksathe holo koi.ata tho age thekei jani
  2. shajib Contributor says:
    অনেক আগেই জানি,২ এরও বেশি আইডি চালানো যায়
  3. hossain Contributor Post Creator says:
    Thank you.যারা জানে তাদের জন্য

Leave a Reply