ডেস্কটপে ফেসবুক ব্যবহারের পর লগ আউট
করতে ভুলে গেছেন? চিন্তা নেই, আপনি দূর
থেকেই লগ আউট করতে পারেন।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেন,
অন্য কারও যন্ত্রে লগ আউট করতে ভুলে
গেলে তা প্রাইভেসি বা ব্যক্তিগত
গোপনীয়তার জন্য হুমকি হতে পারে। এ
ছাড়া সাইবার ক্যাফের মতো কোনো
স্থানে ফেসবুক বা সামাজিক
যোগাযোগের সাইট ব্যবহারের পর লগ আউট
করতে ভুলে গেলে, তা নিরাপত্তার জন্য
হুমকি হতে পারে।
দূর থেকে ফেসবুকে লগ আউট করার সহজ একটি
প্রক্রিয়া আছে। কয়েকটি ধাপ অনুসরণ করে
যে যে যন্ত্র থেকে লগ আউট করা হয়নি, তা
করা যাবে।
১. ফেসবুক মেনু থেকে সেটিংস অপশনে যান
এবং তা নির্বাচন করুন।
২. বাম পাশে সিকিউরিটি বাটন পাবেন,
এতে ক্লিক করুন।
৩. একবার সিলেক্ট করার পর ডানদিকে
কতগুলো অপশন পাবেন, যার মধ্যে রয়েছে
‘হয়্যার ইউ আর লগড ইন’ অপশন। এই অপশনটির
পাশে এডিট বাটন পাবেন।
৪. এডিট বাটনে চাপ দিন।
৫. এবার আপনি বর্তমান ফেসবুক ব্যবহারের
সময়, স্থান ও যন্ত্রের ধরন প্রভৃতি লগ
পাবেন। প্রতিটি অপশনের পাশে ‘এন্ড
অ্যাকটিভিটি’ নামের বাটন পাবেন।
৬. যে যন্ত্র থেকে লগ আউট করতে চান, তা
‘এন্ড অ্যাকটিভিটি’ বাটনটিতে চাপ দিয়ে
লগ আউট করতে পারবেন।
আগে যতগুলো ডিভাইসে লগ ইন করা ছিল, এখান থেকে তা
বন্ধ করে দিতে পারবেন।
Jana ache.