সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম ফেসবুকে প্রতিনিয়ত পরিবর্তন আসছে। নানা নতুন ফিচার আসছে। এই সব ফিচার আপনি পছন্দ নাই করতে পারেন। আর তাই এখানে বিরক্তিকর তিনটি ফিচার খুব সহজে বন্ধ করার উপায় দেয়া হল।
তিনটি বিরক্তিকর ফিচার হল- অটোপ্লে, অ্যাপ নোটিফিকেশন এবং অপ্রয়োজনীয় পোস্ট। নিচে এই ফিচার বন্ধের উপায় দেয়া হল-
অটোপ্লে
ফেসবুকের নিউজ ফিডে আসা ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। সীমিত ব্যান্ডউইথ এর ইন্টারনেট ব্যবহারকারীর জন্য এটি একটি বড় সমস্যা। এটি বন্ধ করতে হলে-
#.প্রথমে ফেসবুক লগ ইন করতে হবে।
#প্রোফাইলে গিয়ে ডান পাশে তীর চিহ্নে স্ক্রল করে ‘Settings’ এ ক্লিক করতে হবে।
#এবার এখান থেকে বাম পাশে সবার নিচে ‘Videos’ এ ক্লিক করতে হবে।

#এখন ‘Auto-Play Videos’ এ গিয়ে’Off’ নির্বাচন করতে হবে।

অ্যাপ নোটিফিকেশন
অ্যাপ ও গেমসের নোটিফিকেশন ফেসবুকে যদি দেখতে না চান তাহলে

#ফেসবুক লগ ইন করে ‘Settings’ এ গিয়ে ‘Apps’ এ ক্লিক করতে হবে।
#এখানে সবগুলো ইনস্টলকৃত অ্যাপের তালিকায় মাউস পয়েন্টারের পেন্সিলের মতো আইকনে ক্লিক করতে হবে।
#আর এই বক্স থেকেই সেটিংস নিজের পছন্দমতো বদলানো যাবে।

অপ্রয়োজনীয় পোস্ট
ফেসবুকে থাকা বন্ধুর পোস্ট দেখতে না চাইলে

#প্রথমে সেই বন্ধুর যেকোনো পোস্টের ডান পাশের কোনায় নিচের দিকের তীর চিহ্নে ক্লিক করতে হবে।
#এখান থেকে ‘Hide all from’ এ ক্লিক করতে হবে অথবা
#তার প্রোফাইলে গিয়ে ‘Unfollow’ করে দিলেও একই কাজ হবে।

পোষ্টা ভাল লাগলে আমার সাইট থেকে একটু ঘুরে আসবেন TipsNice.TK

Leave a Reply