সামাজিক মাধ্যমের জগৎ
কাঁপিয়ে এবার স্মার্টফোনের
দুনিয়াও মাতাতে আসছে
ফেসবুক। কোনো অ্যাপস নয়,
প্রতিষ্ঠানটির নিজস্ব
স্মার্টফোন এবার বাজারে
আসছে। স্বয়ং মার্ক জুকারবার্গও
বিষয়টি নিয়ে তত্পর।
লাইক-শেয়ার-কমেন্টের জগত্
ছেড়ে এবার স্মার্টফোন বিপণনে
নামছে ফেসবুক। এখনো
আনুষ্ঠানিক ঘোষণা না এলেও
ফেসবুকের এই উদ্যোগের কথা

বেশ কিছু দিন হলো শোনা
যাচ্ছে। তবে এবার খোদ ফেসবুক
প্রধান এই বিষয়ে উদ্যোগী
হয়েছেন বলে জানা গেছে।
নতুন ফোনের জন্য অ্যাপল’র
অনুকরণে নয়া সফ্টওয়্যার ব্যবহার
করছে ফেসবুক। শুধু তাই নয়,
অ্যাপল’র বেশ কয়েকজন
সফ্টওয়্যার প্রকৌশলী ইতিমধ্যে
ফেসবুকে যোগ দিয়েছেন বলেও
জানা গেছে।
বিশ্বখ্যাত ডিজিটাল ডিভাইস
ডিজাইনার মিশাল বনিকৌস্কি
জানিয়েছেন, নতুন ফেসবুক
স্মার্টফোনটিতে সম্ভবত ৪.২
ইঞ্চি ডিসপ্লে থাকছে। সেই
সঙ্গে থাকছে আট মেগাপিক্সেল
ব্যাক ক্যামেরা। এছাড়াও চোখ-
ধাঁধানো স্মার্টফোনটিতে
থাকছে নানান ফিচার, যা
বাজার প্রচলতি বহু ফোনের
চেয়ে তাকে এগিয়ে রাখবে বলে
মনে করা হচ্ছে।

♦♦♦♦Visit My Site .. ♦♦♦

2 thoughts on "এই বার স্মার্টফোন আনছে চলেছে ফেসবুক"

  1. msshohug Author says:
    hmm 🙁
    tai?
  2. Jahid Joy Contributor says:
    post ta toh r ekjon onek agei korece

Leave a Reply