সবাইকে সালাম জানিয়ে শুরু করছি।
ট্রিকবিডিতে এটা আমার ৩৩ তম টিউন কোন ভুল হলে
ক্ষমা করবেন আশা করি। এই টিউনে
আমি দেখাবো কিভাবে আপনার
ফেসবুকের Disable হওয়া ID ফিরে
পাবেন।

তো চলুন শুরু করা যাক,

আপনি যখন কোন Disable আইডিতে লগইন
করবেন, করলে পেইজের উপরে এই
লেখাটা দেখতে পাবেন

Youraccount has been disabled. If you have any
questions or concerns, visit the Help Center.

এখানে Help Center অংশটুকু নীল কালির

থাকবে। Help Center এ ক্লিক করলে
আরেকটা পেইজ আসবে।

সেই পেইজের
একদম নিচে লিখা থাকবে

For more information about our Policies, please

review the Facebook Community Standards. If you
think your account was disabled by mistake, please
let us know.

এখানে let us know অংশটা নীল কালির

হবে। let us know তে ক্লিক করলে
আরেকটা পেইজ আসবে। এখানে আইডি
কার্ড আপলোড দেওয়ার অপশন পাবেন।

আপনাকে আইডি কার্ড এর স্ক্যান করা
ছবি বা ভাল ক্যামেরা দিয়ে
তোলা ছবি আপলোড দিতে হবে।
ক্ষেত্র বিশেষে আপনার নাম,
বার্থডে, ইমেইল পূরণ করা লাগতে
পারে।

সেগুলো ঠিকভাবে পুরা করে Submit
করুন।

নিয়মিত Email চেক করুন।

ওরা
আপনার ইমেইলে সব ডিটেইলস
জানাবে। আইডি ঠিক হয়ে গেলে তো
মারহাবা। ঠিক না হলে ইমেইলে
ফিডব্যাক পাওয়ার পর আবার একই
নিয়মে আইডি কার্ড সাবমিট করুন।

এভাবে ২ ৩ বার সাবমিট করলে আশা
করা যায় ID ফিরে পাবেন। আমি
নিযেও ঠিক এই ভাবেই পেয়েছি।
সবাইকে ধন্যবাদ।
যদি কারো প্রব্লেম হয় তো টিউমেন্ট
করবেন আমি ইনশা-আল্লাহ হেল্প
করবো।

ভাইয়া বাংলাদেশের সবথেকে বিখ্যাত বাংলা টেক সাইট থেকে ঘুরে আসুন প্লিজ > PostMaza.Com <<

7 thoughts on "ফেসবুকের Disable হয়ে যাওয়া ID ফিরিয়ে নিন খুব সহজে। 100% Working (টিউন টি একবার হলেও দেখুন হয়তো ভবিষ্যৎ এ আপনার কাজে দিবে)"

  1. Rashed Khan Contributor says:
    তোর সাইড বাংলাদেশের সবচেয়ে বাজে সাইড
    1. Princezzzzz Contributor Post Creator says:
      vai apnar number or Facebook id link ta doya kore ektu den please
  2. Touhed Contributor says:
    বাশ গেছে
  3. uzzal ray Contributor says:
    ভাই আপনার নাম্বার টা দেওয়া যাবে
  4. Haydar khan Contributor says:
    Bro… Id card mane kon card nid/passpost/drivinglisenc/ konta

Leave a Reply