সম্প্রতি পাবলিক লিমিটেড
কোম্পানি হওয়ার প্রক্রিয়ার অংশ
হিসেবে গত ২০১৫ সালে ফেইসবুক
কী পরিমাণ খরচ করেছে তার
রিপোর্ট প্রকাশ করেছে। সেই
হিসেবে , মার্ক জুকারবার্গ কেবল
প্রাইভেট প্লেনেই খরচ করেছেন ৭
লাখ ডলার। খবর ম্যাশএবল -এর। সূত্র
জানিয়েছে, প্রতিষ্ঠাতা মার্ক
জুকারবার্গ গত বছরে বেতন
হিসেবে নিয়েছেন ৪ লাখ ৮৩
হাজার ৩৩৩ ডলার। এর সঙ্গে
বোনাস ও অন্যান্য ভাতা
হিসেবে আরও ২ লাখ ২০ হাজার
৫০০ ডলার নিয়েছেন তিনি। এ
ছাড়াও যেসব খরচ তিনি করেছেন
তার মধ্যে রয়েছে প্রায় ৭ লাখ
ডলার কেবল প্রাইভেট প্লেনের
পেছনেই যা বিভিন্ন অফিসিয়াল
কাজে এবং পারিবারিক ও
বন্ধুদের সঙ্গেও ব্যবহার করা
হয়েছে। পাশাপাশি কেবল
আর্থিক পরিকল্পনার জন্যই খরচ
হয়েছে প্রায় এক লাখ ডলার।
ম্যাশএবল জানিয়েছে , অতীতে
বিভিন্ন কোম্পানির নির্বাহী
কর্মকর্তারা চাকরি হারিয়েছেন
অতিরিক্ত বিলাসিতা করতে
গিয়ে, যার অন্যতম ছিলো
যাতায়াতে প্রাইভেট প্লেন
ব্যবহার। কেবল উচ্চপদস্থ এবং হাই –
পেইড নির্বাহী কর্মকর্তারাই
প্রাইভেট প্লেনে চড়ে থাকেন।
তাদের মধ্যে একজন ছিলেন স্টিভ
জবস। তবে, স্টিভ জবস প্রাইভেট
প্লেনে চড়ার বিলাসিতা
তুলনামূলকভাবে কমই করতেন বলে
জানিয়েছে ম্যাশএবল। এদিকে
খরচের খাতা দেখে মনে হতে
পারে ফেইসবুকের সবচেয়ে দামি
কর্মকর্তা হচ্ছেন মার্ক জুকারবার্গ।
কিন্তু আসলে চিফ অপারেটিং
অফিসার শেরিল স্যান্ডবার্গ
আয়ের দিক দিয়ে জুকারবার্গকেও
ছাড়িয়ে গেছেন। গত বছর তার আয়
ছিল প্রায় ৩০ .৮৭ মিলিয়ন ডলার।

ভাইয়া বাংলাদেশের সবথেকে বিখ্যাত বাংলা টেক সাইট থেকে ঘুরে আসুন > বিখ্যাত বাংলা টেক সাইটে যেতে এখানে ক্লিক করুন <<

Leave a Reply