ফেসবুক
তাদের ব্যবহারকারীদের বেশি সময় মেসেঞ্জারে ধরে রাখতে ইতিমধ্যে দাবা ও বাস্কেটবল গেমের সুবিধা চালু করেছে। আরএবার ইউরো কাপ ২০১৬ চ্যাম্পিয়নশিপ
উপলক্ষে ফেসবুক কর্তৃপক্ষ ফুটবল গেমও যুক্ত করেছে
ফেসবুক মেসেঞ্জারে।
••••••••
KeepyUp
নামক এই ফুটবল গেমটি খুব সহজেই খেলা যাবে মেসেঞ্জারে। আপনারস্মার্টফোনে ফেসবুক মেসেঞ্জারের আপডেট ভার্সন থাকলেই নতুন এই গেমটি খেলতে
পারবেন।

খেলার নিয়ম :
যে ফুটবলটি স্ক্রিনে রয়েছে, সেটিকে
নীচে পড়তে দেওয়া যাবে না।
প্রতিবার আপনি বলটি মেরে ওপরে
পাঠাবেন আর আপনার পয়েন্ট
বাড়তে থাকবে। ব্যাক বোতাম
চাপলেই গেমটি শেষ হয়ে যাবে।
সুতরাং আর দেরী কেন, মেসেঞ্জারে খেলা শুরু করে দিন নতুন ফুটবল গেমটি।
রানা ভাই টিউনার বানান না
এখন জদি রুট করি তাহলে কি চলববে প্লিজ হেল্প মি
মোবাইলের ভারসন 4.04 Ram 645
এখন জদি রুট করি তাহলে কি চলববে প্লিজ হেল্প মি
মোবাইলের ভারসন 4.04 Ram 645