∆ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সফটওয়্যার

জায়ান্ট মাইক্রোসফট তাদের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে ফেইসবুকের অফিসিয়াল
অ্যাপ চালানোর সিদ্ধান্ত নিয়েছে। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটার ও •স্মার্টফোনে • অ্যাপটি ব্যবহার করা যাবে।

উইন্ডোজ সেন্ট্রাল ডটকমের

∆ এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেইসবুক
উইন্ডোজ ১০ প্লাটফর্মের দৃষ্টি আকর্ষণ করতে
সক্ষম হয়েছে। সম্প্রতি উইন্ডোজ স্টোরে

ফেইসবুকের অফিসিয়াল অ্যাপের একটি বেটা ভার্সন উন্মুক্ত করা হয়েছে।

∆ স্টোরে যে অ্যাপটি পাওয়া যাচ্ছে
সেটি মাইক্রোসফটের ডেভেলপরা ফেইসবুকের অনুমতি সাপেক্ষে তৈরি করেছেন।
ফেইসবুকের উইন্ডোজ ১০ ভার্সনের অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের
মতোই। এটি দিয়ে ফেইসবুকের ব্র্যান্ডিং, ডিজাইন, এপিআই এক্সেস এর মতো কাজগুলো করা যাবে।

ফ্রি নেট Tips পেতে আমাৱ সাইট~ TipsWapBD.CoM

6 thoughts on "ফেইসবুকের অফিসিয়াল অ্যাপ চলবে উইন্ডোজে"

  1. Masum24 Contributor says:
    রানা ভাই ! দয়া করে আমার পোস্টগুলো রিভিউ করেন এবং আমাকে ট্রিকবিডির সেবা করার সুযোগ দিন।
    1. Momen Contributor Post Creator says:
      post kore jan 1somay approve hoye jabe ☺
  2. Sharafat 24 Contributor says:
    রানা ভাই আমাকে টিউনার করেন নাহলে আমি আত্নহত্যা করব।
    1. Momen Contributor Post Creator says:
      নাাাা 😀
  3. Rong Bazz Raju Contributor says:
    আমি নিউ আসছি বলে কেও ধাম দেয় না ?

    আমাকে হেডমিন কইরালান ?

  4. B.A. Abdullah Contributor says:
    আমি ফেসবুক থেকে রানিং জিমেল এড্রেস পরির্বন করতে চায় কিন্তু পারছিনা। কেউ জানলে দয়াকরে আমাকে সাহায্য করবেন। প্লিজ

Leave a Reply