আমরা অনেকেই ফেসবুক ব্যবহার করি ,
আমরা সবাই জানি ফেসবুকে প্রতিনিয়তই
বিভিন্ন লেখা পোস্ট শেয়ার করা হয় ।

এমন আনেক সময় হয় যে কোন একটি
পোস্ট আমাদের পছন্দ হয়েছে কিন্তু
কিভাবে সেটা সেভ / সংরক্ষন করব
সো আমরা খুজে পাই না।

তাই আজকে আমি আপনাদের দেখাবো
কিভাবে ফেবুকের পছন্দের পোস্ট
গুলো ইমেজ/পিকচার আকারে সংরক্ষন
করা যায়।

এই কাজটি করার জন্য আমরা গুগল ক্রোম
এর একটি এক্সটেনশান ব্যবহার করব।
এক্সটেনশান টার নাম হচ্ছে Open
screenshot . এটি ব্রাউজার এ এড করে
নিতে হবে। তারপর ব্রাউজার এর
কর্নারে একটি আইকন দেখা যাবে।
এক্সটেনশান এর কাজ শেষ।

এবার যে পোস্ট টি পছন্দ হয় সেটা
ডিসপ্লেতে এনে ওই আইকনে ক্লিক
করতে হবে। ক্লিক করার পর আনেক
গুলো আপশন পাওয়া যাবে।আপশন
থেকে সিলেক্ট আপশন এ ক্লিক
করে পোস্ট টি সিলেক্ট করতে
হবে। এর পর সেভ আইকনে কিøক
করলে সেভ লোকেশান চাইবে।

লোকেশান সিলেক্ট করে সেভ
দিলেই পিকচার / ইমেজ আকারে সেভ
হবে।

আরো পরুনঃ সর্বাধিক জনপ্রিয় ৫টি অ্যান্ড্রয়েড গেম

3 thoughts on "ফেসবুকের পোস্ট ইমেজ/ পিকচার আকারে সেভ করার পদ্ধতি !"

  1. Jack Author says:
    PC না Mobile এর জন্য এটা উল্যেখ থাকলে ভালো হয়।
  2. Saju Ahmed Contributor says:
    Rana vai apni trickbd theke jokhon theke download link dia taka income bondho korsen apnar visitor hariye jacche…….
    Chutmarani Rana tumi gp..robi offer er ad diye taka income korle dos nai..amora koektaka download link dia income korlei dos.
    Haire Rana Selfish.
    1. Tariqul islam Contributor Post Creator says:
      trickbd er 60% visitor kome geche

Leave a Reply