ফেসবুকের নেম ভেরিফেকশন এখন নিত্য দিনের সমস্যা হয়ে দাড়িয়েছে। কালকে Reja BD নামে একজন ভাই জানতে চেয়েছে, কিভাবে ফেসবুক নেইম ভেরিফাই করে? তাছাড়া আজকাল অনেকে ফেসবুক নেম ভেরিফেকশন সমস্যায় ভুগছেন। তাই পোস্টটি করলাম।
নেইম ভেরিফিকেশনের জন্য যেহেতু আইডি তে ঢুকতে পারছেন না, সেহেতু তথ্য গুলোও পাচ্ছেন না। এ নিয়ে অনেকেই বেশ দুশ্চিন্তিতও বটে।
অনেকে নকল আইডি বানিয়েও সাবমিট করেছেন। যাদের লাক ভালো তাদের আইডি ঠিক হইছে আর যাদের খারাপ তাদের নকল আইডি দেয়ার পরও যে সেই। তাহলে উপায়?? উপায় তো একটা আছেই মশাই। আপনার আইডিটি যদি খুবই জরুরি হয় তাহলে এই পন্থা অবলম্বন করুন। সফল হবেন ১০০% শুধু দু একদিন আগপিছ।
ফেসবুক নেম ভেরিফেকশন হলে যা করতে হবে?
আপনার স্টুডেন্ট আইডি/ জেএসএসি’র রেজিস্ট্রেশন কার্ড বা এডমিট কার্ড বা মার্কশীট বা সার্টিফিকেট / এসএসসি ও এইচএসসির ক্ষেত্রেও সেইম, এদের মধ্য থেকে যেকোন একটা নিন, সেইটার একটা ফটো তুলুন যেন সব কিছু স্পষ্ট বুঝা যায় অথবা স্ক্যান করে নিন JPEG ফরম্যাটে । তারপর আইডি তে লগ ইন করে নামের ঘর গুলো পূরণ করে ফটো টা আপলোড করুন। অপেক্ষা করতে থাকুন।ফেসবুক আইডি, ফেইক আইডি ও ব্যাবহার করতে পারবেন তবে আইডির সঠিক তথ্য থাকতে হবে। আইডি ঠিক হতে ২-৩ দিন বা ১মাসও লাগতে পারে।
। অনেক দিনের ইচ্ছা
Fb Link= Fb.com/Tanbirkhan24
Tik kore debo
Fb.com/Reja.ID.10
[url=http://facebook.com/iamrealsumon]ফেসবুকে আমি[/url]
লগ আউট লেখা আসে।।।
কি করবো।।
প্লয হেল্প মি।।।।
Name : shariar ছিলো । question 1 => এখন verify তে কি shariar ahmed নিম দিলে চলবে?
Question 2=> fake national id card যেটা আপলোড দিবো সেটা কি ঐ singel নামের ই same নামে creat করবো নাকি shariar ahmed এই নামে creat করবো? .
Saimim islam Rabbi dia
আর হ্যা কার্ড টা দেখতে রিয়েল এর মত হতে হবে JPEG ফরমেটে রাখবেন কার্ড