প্রাইভেসি পলিসি পরিবর্তনের নামে ভুয়া বার্তা ছড়িয়ে পড়ছে ফেইসবুকে। মঙ্গলবার থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ব্যবহারকারীদের কাছে ফেইসবুক কর্তৃপক্ষের নামে এ ‘প্রাইভেসি নোটিশ’ পাঠাচ্ছে অজ্ঞাত সাইবার অপরাধীরা। বার্তাটিতে ব্যবহারকারীদের আপলোড করা সব পোস্ট পাবলিক আকারে সবাই দেখার সুযোগ পাবে বলে জানানো হয়। নোটিশটি কপি করে নির্দিষ্ট ঠিকানায় পেস্ট করারও অনুরোধ জানানো হয়। তবে নোটিশটি নিজেদের পাঠানো নয় বলে জানিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ। তাদের দাবি, ফেইসবুকে নতুন করে কোনো প্রাইভেসি পলিসি পরিবর্তন করা হয়নি। আপলোড করা পোস্টগুলো কারা দেখবে সেটি বর্তমানের মতোই নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা। আর তাই ভুয়া বার্তাটি বিশ্বাস না করতে সবাইকে অনুরোধ জানিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।
আরো নতুন কিছু পেতে TipsAdd.Com
Unfortunately, you won’t be able to access your account while we’re reviewing these additional documents. We appreciate your patience, and we’ll get back to you as soon as we can.
a lekha dekhay ami ki kore amar id ferot pete pari plz help me