বেশকিছু ধরে ভাবছিলাম , সবার সাথে একটা মজার জিনিস শেয়ার করব । সময়ের অভাবে হয়ে উঠে নি । তাই আজকে একটু সময় করে শেয়ার করলাম –
এই পেজগুলো সাধারনত HTML / iframe / FBML / DHTML দিয়ে করা হয় ।
আমার একটা পেজ দেখতে পারেন যেটা html দিয়ে করা ।
রিপ্লে সিস্টেম গুলা
এখন কাজের কথায় আসি । কিভাবে করব এরকম পেজ ?
এজন্য একটা এপ্লিকেশনের সাহায্য নিতে হবে । প্রথমে
HTML + iframe + FBML + DHTML লিংকটিতে গিয়ে Add to my Page এ ক্লিক করে আপনার যে পেজটি ডিজাইন করতে চান সেটি এড করতে হবে ।
এখন আপনার ফেসবুকের সেই পেজটিতে গিয়ে দেখুন Welcome নামে একটা নতুন ট্যাব তৈরী হয়েছে ।
আপনি ইচ্ছে করলে ট্যাবটি রি-নেম করতে পারবেন । এজন্য Edit Page এ গিয়ে App সিলেক্ট করুন । অত:পর App টির Edit settings এ গিয়ে রি-নেম করতে পারবেন ।
এখন আপনার পেজ এ গিয়ে ট্যাবটিতে ক্লিক করুন । দেখুন অনেক গুলো অপশন চলে এসেছে । এখন আপনার পেজের Edit Page থেকে Manage Permissions এ গিয়ে Default Landing Tab এ আপনার ডিজাইনকৃত ট্যাবটি সিলেক্ট করুন তাহলে কেউ আপনার পেজে এ আসলে ডিফল্ট ট্যাব হিসেবে আপনার ডিজাইনকৃত ট্যাবটি দেখাবে ।
এবার আপনার নিজের ইচ্ছেমত মডিফাই করুন আর উপভোগ করুন ফেসবুককে নতুন সাজে ।
ভুল হলো ক্ষমা করবেন,
ট্রিক বিডিতে নতুন কিছু উপহার দুতে পারি যেন দোওয়া করবেন, আল্লাহ হাফেজ
Unfortunately, you won’t be able to access your account while we’re reviewing these additional documents. We appreciate your patience, and we’ll get back to you as soon as we can.
a lekha dekhay ami ki kore amar id ferot pete pari plz help me
আইডি : /author/jony
যদিও যায় তা কিভাবে করব
আমার পোস্ট গুলা দেখে স্বাধীন ভাই টিউনার করেছে, কিন্তু তুই তো তাও পারিস না!
তোই কর এগোলা..