এতদিন ইউটিউব এ ভিডিও সেভ করে
রেখে পরবর্তীতে দেখার সুযোগ
ছিলো। আমরা অনেকেই এব্যাপারে
আগে থেকেই জেনে আসছি। তবে
প্রযুক্তির কোন প্রান্তেই পিছিয়ে
নেই সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক। নতুন নতুন ফিচারের মাধ্যমে
ফেসবুক-কে সকলের কাছে আকর্ষণীয়
করে তুলতে ফেসবুক এটেসেটেই নেমে
পড়েছে বহু আগেই। অ্যান্ড্রয়েড ব্যবহার
কারীদের জন্য তাই এবার আরো একটি
সুখবর নিয়ে এলো ফেসবুক। ফেসবুকের
নতুন ভার্সনে এবার আপনি আপনার
পছন্দের ভিডিওগুলো পরবর্তীতে
দেখার জন্য সেভ করে রাখতে
পারবেন। এতদিন এ ফিচার্সটি
ফেসবুকে যোগ হওয়ার কথা চলছিল।

কিন্তু এবার থেকে এই ফিচার্স আপনি
ব্যবহার করতে পারবেন বলে
জানিয়েছে ফেসবুক।

তবে এই ফিচার্স শুধুমাত্র অ্যান্ড্রয়েড
ব্যবহারকারীদের জন্যই। ভিডিওগুলো
অ্যাপের মধ্যেই সেভ করার অপশনে
সেভ করতে পারবেন। অর্থাত এ
প্রক্রিয়ায় সেভ করা ভিডিও গুলো
সেভ হবে শুধুমাত্র ফেসবুক অ্যাপের
মধ্যে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য
ফেসবুক save video নামে একটি অপশন চালু
করেছে। সেখানেই ভিডিওগুলো সেভ
হবে। এবং এই অপশন থেকেই আপনি
অনলাইন থাকাকালীন যতবার খুশি
ভিডিওগুলো দেখতে পারবেন। এমনকি
ডিলিটও করতে পারবেন।

আজ এ পর্যন্তই। ভুলত্রুটি ক্ষমা সুন্দর
দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন।


এরকম আরো শতশত নিত্য নতুন টিপস পেতে
এখানে ক্লিক
করুন

8 thoughts on "এবার ফেসবুকেও ভিডিও সেভ করার অপশন এলো"

  1. GM Shohagh Hasan Contributor says:
    একটা হেল্প লাগবে পারবেন?
    1. Jewel Mahmud Contributor Post Creator says:
      hmm
  2. GM Shohagh Hasan Contributor says:
    ওয়েব লিংক দিয়ে ফেসবুক হেক পারেন
  3. GM Shohagh Hasan Contributor says:
    পারেন ভাই
    1. Net Boy Amir Contributor says:
      আমি পারি…..my fb id m.facebook.com/pamir99
  4. GM Shohagh Hasan Contributor says:
    রিকু দিছি একসেপ্ট করেন।#আমির
  5. sreebasghosh60 Contributor says:
    plz tunner banan plz plz plz
  6. Come Contributor says:
    কিভাবে ভিডিও সেভ করবো

Leave a Reply