আপনার যদি ধারণা থাকে যে,
ফেসবুক মেসেঞ্জারের
ফিচারগুলো শুধু মেসেজিংয়ের
কাজেই লাগে তাহলে আপনি
ভুল করবেন। কারণ মেসেঞ্জারের
বহু ফিচার রয়েছে যেগুলো শুধু
মেসেঞ্জার নয় আরও বহু কাজে
ব্যবহার করা যায়। এ লেখায় তুলে
ধরা হলো তেমন তিনটি ফিচার।
.
★★…বটসঃ
বন্ধু-বান্ধব কিংবা অন্য
ব্যবহারকারীদের সঙ্গে
যেখানে সহজেই আপনি চ্যাট
করতে পারছেন সেখানে বট
কেন? হ্যাঁ ফেসবুক এ বিষয়টিও
ভেবেছে। তারা ধারণা করছে
আবহাওয়ার খবর, কেনাকাটা
কিংবা বিমানের টিকিট
বুকিংয়ের মতো বিষয়গুলোতে
আপনাকে বন্ধুদের তুলনায়
ভালোভাবে সহায়তা করতে
পারবে বটস। আর এ কারণে তারা
তৈরি করেছে এ ফিচারটি।
এতে আপনি যে বিষয়ে জানতে
চান স্বয়ংক্রিয়ভাবে তার উত্তর
আসে। আর এতে ব্যবহারকারীরা
যেমন উপকৃত হবেন তেমন ফেসবুকও
কমিশনের মাধ্যমে ভালো অর্থ
আয় করতে পারবে। কিছুদিনের
মধ্যেই বটকে মেসেঞ্জারে
সরাসরি দেখা যাবে এবং তার
সঙ্গে সহজেই চ্যাট করা যাবে।
.
★★…ভিডিও কলঃ
আপনার মা স্কাইপ ব্যবহার করেন
না। এবার তাকে মেসেঞ্জার
ইনস্টল করে দিন যেন আপনার
সঙ্গে সহজেই ভিডিও চ্যাট
করতে পারেন।[img id=18
9570]মেসেঞ্জারে নতুন ব্যবস্থায়
এটি ওয়াইফাই
ব্যবহার করে মোবাইল ফোনের
মাধ্যমে ভিডিও চ্যাট করার
ব্যবস্থা করছে। আপনি যদি
মোবাইল ফোনের নেটওয়ার্ক
ব্যবহার করেন তাহলেও চিন্তা
নেই। একটু বেশি খরচ হলেও এটি
সম্ভব।
.
★★..গেম খেলা
সকার কিংবা ফুটবল আপনার
প্রিয়? কোনো বন্ধুর সঙ্গে এটি
টুকটাক খেলতে চান? এ জন্য উপায়
রয়েছে ফেসবুক মেসেঞ্জারে।
এ জন্য মেসেঞ্জারের ইমোজি
কিবোর্ড থেকে সকার বল আইকন
নিয়ে কোনো বন্ধুকে পাঠিয়ে
দিন।[img id=189570]এরপর বলটি ট্যাপ করে
ফাঁকা জায়গাতেই ধরে রাখুন।
আপনার বন্ধুও বলটি সেভাবেই
দেখতে পাবেন। আর আপনার বন্ধুও
একইভাবে খেলায় আপনার সঙ্গে
যোগ দিতে পারবেন।


ধন্যবাদ

〘♚♔ ফেসবুকে আমি♚♔〙

তথ্য প্রযুক্তি সেবায় আপনাদের পাশে

14 thoughts on "ফেসবুক মেসেঞ্জারের তিনটি দারুণ ফিচার জেনে নিন"

  1. Reja BD Author says:
    ভাই এক পোষ্ট দুইবার কেনো ?
    1. Tajik Ahsan Author Post Creator says:
      ভাই আগের টা ডিলেট করছি, ওইটাতে একটা বিয়াদপে খারাপ কমেন্ট করছে
    2. Reja BD Author says:
      হ্যাঁ অই ভাইটা সব পোষ্টে খারাপ কমেন্ট করে,, ।।
    3. Tajik Ahsan Author Post Creator says:
      কিছু মানুষের অভ্যাস ই খারাপ
    4. Sharafat 24 Contributor says:
      কপি করবি আবার ভালো কমেন্টের আশা করবি, সেটাতো হতে পারে না। আর তোর চোখের পাওয়ার কম নাকি? Text এত বড় করে দিন ক্যান? বিয়াদপ
  2. Sharafat 24 Contributor says:
    Reja BD ভাই আমি কিনতু আপনাকে কিছু বলি নাই, আপনি নাক গলানো বন্ধ করেন
    1. Reja BD Author says:
      ভাই সত্যি কথা বলতে বয় পাইনা ,, কেউ যদি কপি করে তাহলে রিপর্ট করতে হয় ,, অথবা ভালো ভাবে বলতে হয় যে কপি করবেননা ,, আর যদি বার বার কপি করে তাহলে কিচু বলতে হয়,, মুসলিম গালি পচন্দঁ করেনা ,, একবার ভাব্বেন আসা করি ←
    2. Sharafat 24 Contributor says:
      যারা বেয়াদপ তারা গালি না দেওয়া পর্যন্ত কখনো ভুল শোধরায় না। দেখলেন না আগের পোস্টে কিভাবে আমাকে খারাপ ভাবে গালি দিচ্ছিল। তাই আমিও গালি দিতে বাধ্য হয়েছি
    3. Reja BD Author says:
      plz ar Kawke Gali diyona boro bai ,, Gali dewa Haram
  3. Game Boy Ezaz Contributor says:
    all friends like this facebook page,,,, Pagla420.BD
    facebook.com/pagla420.bd
  4. Reja BD Author says:
    ভাই সত্যি কথা বলতে বয় পাইনা ,, কেউ যদি কপি করে তাহলে রিপর্ট করতে হয় ,, অথবা ভালো ভাবে বলতে হয় যে কপি করবেননা ,, আর যদি বার বার কপি করে তাহলে কিচু বলতে হয়,, মুসলিম গালি পচন্দঁ করেনা ,, একবার ভাব্বেন আসা করি ←
    1. Sharafat 24 Contributor says:
      যারা বেয়াদপ তারা গালি না দেওয়া পর্যন্ত কখনো ভুল শোধরায় না। দেখলেন না আগের পোস্টে কিভাবে আমাকে খারাপ ভাবে গালি দিচ্ছিল। তাই আমিও গালি দিতে বাধ্য হয়েছি
  5. Mintu Contributor says:
    ভাই স্কিনশট টা ঠিক করুন।
  6. RK RÖÑY Contributor says:
    Thanks for new information!

Leave a Reply