বর্তমান সামাজিক যোগাযোগ এর
মাধ্যম ফেসবুক এখন যেন আমাদের
মৌলিক
চাহিদায় পরিণত হয়েছে 🙂
দিনে অন্তত
একবার
ফেসবুকে উঁকি না মারলে যেন
আমাদের চলে
না।

কিন্তু আপনি জানেন কি?
ফেসবুকের
নিউজফিডের রয়েছে কিছু শর্টকাট
কী যা
আপনার মাউসের ব্যবহার কমিয়ে
আরও দ্রুত ও সহজ ফেসবুকিং
করতে সাহায্য করবে।

ফেসবুকের শর্টকাট কী :

* J ও K কি দিয়ে ওপরে ও নিচে

নিউজফিডের টিউন নির্বাচন করা
যায়।

* Enter করে নির্বাচিত টিউন পুরোটা
দেখা
যাবে।

* L কোনো টিউন লাইক বা
আনলাইক করতে
ব্যবহার করা যাবে।

* P নতুন কিছু টিউন করার জন্য।

* S দিয়ে কোনো কিছু শেয়ার করা
যাবে।

* C চেপে নির্বাচিত টিউনে টিউমেন্ট
করা
যাবে।

* O নির্বাচিত ছবি বড় করে দেখাবে।

* Q চ্যাটে কাউকে খুঁজে পেতে
সাহায্য
করবে।

* / কোনো কিছু খুঁজতে সার্চবার
সক্রিয়
করবে।

এই তালিকা ভুলে গেলেও কোনো

ক্ষতি
নেই।
নিউজফিডে থাকা অবস্থায় ‘?’
ক্লীক
করলেই আপনি পুরো তালিকাটি
দেখাতে
পারেন।

ওয়েবসাইট ছাড়াও ইনকাম করতে Join করুন (1$ Only 30-35 Click)

সূত্র : ফেসবুক ৷
পরবর্তি টিউনের জন্য রেডি থাকুন 🙂

5 thoughts on "এবার শর্টকাট কী ব্যবহারের মাধ্যমে সহজে চালান ফেসবুক"

  1. yeasin mia Contributor says:
    রানাভাইয়া।আমি ট্রিক বিডিতে ৩ টি পোস্ট করছি সবগুল রুট এর যা আমি নিজের জ্ঞান থেকে লিখেছি।আপনি দেখেন আমার প্রোফাইল এ।আমি আরো রুটের পোস্ট করব।আপনি আমার পোস্ট দেখে টিউনার বানান।
  2. Apurba Biswas Contributor says:
    hlw!! bro plz help me!!!! amar fb id te ki jano problem hoiche??? login korar shomoy govt. issued photo chay!!!!

    ki kora jay??? plz help me!!!!!

    1. Ex Limon Contributor Post Creator says:
      information upload din
  3. Redoy kumar Contributor says:
    vi akta laptop kinte chassi. Grafic ar
    kaj korbo.. kintu bujtasina kon brand
    valo ba kon ficher gula valo hobe plz
    vi halp me (40000-55000) takar
    modde.
    1. Ex Limon Contributor Post Creator says:
      HP Kinun

Leave a Reply