অনেক সময় অ্যালবামের সব ছবি ডাউনলোডের প্রয়োজন হয়। সে ক্ষেত্রে একটি একটি করে ছবি ডাউনলোড করা সময়সাপেক্ষ ও বিরক্তিকর।

আগে থার্ড পার্টি নানা সফটওয়্যার ব্যবহার করতে হতো অ্যালবামের সব ছবি একত্রে ডাউনলোড করতে।
ব্যবহারকারীদের কথা চিন্তা করে ফেসবুকে নতুন ফিচার চালু করেছে। এর ফলে আলাদা সফটওয়্যার ব্যবহার ছাড়াই এক ক্লিকে পুরো অ্যালবাম ডাউনলোড করা যাবে। তবে জানাতে হবে কৌশল। কীভাবে এ কাজটি করতে হয় তা তুলে ধরা হল এই টিউটোরিয়ালে।

ফেসবুকে লগইনের পর যে অ্যালবামটি ডাউনলোড করতে চান সেটিতে যেতে হবে। এরপর অ্যালবামটির নামের ওপর ক্লিক করলে সব ছবি দেখা যাবে। এরপর ওপরে ডান দিকে থাকা সেটিংস আইকনে ক্লিক করতে হবে।

তাহলে ডাউনলোড অ্যালবাম নামে একটি অপশন আসবে, এখন সেটিতে ক্লিক করতে হবে। তারপর ”Start Downloading Process?” অপশনটি আসবে। সেখান থেকে ‘continune’ অপশনে ক্লিক করতে হবে। কয়েক সেকেন্ড পরে একটি নোটিফিকেশন আসবে ‘আপনার অ্যালবাম ডাউনলোডের জন্য রেডি’ তাতে ক্লিক করলে ডাউনলোড শুরু হবে।

সম্পূর্ণ অ্যালবামটি জিপ ফরম্যাটে সেভ হবে। তাই এটি আনজিপ করতে ৭ জিপ সফটওয়্যাটি ব্যবহার করতে পারেন। অনলাইনে আনজিপ করতে এ টিউটোরিয়াল দেখে নিতে পারেন।


সব সিমের ফ্রী নেট টিপস পেতে
এখানে ক্লিক করুন

3 thoughts on "এক ক্লিকে ফেসবুক অ্যালবাম ডাউনলোড!"

  1. kamru zzaman Subscriber says:
    কেউ আমাকে একটা ভাল
    মানের স্ক্রিন রেকর্ডার এপসের
    নাম বলুন প্লিজ ¡¡¡ (রুট ইউজার)
    R
  2. Islam Author says:
    tuner me rana vai
  3. Rock Sakib Contributor says:
    Screen recorder ei ta valo hobe .. play store paben ..

Leave a Reply