কিভাবে ‘সিক্রেট মেসেজ’ শুরু করবেন

মেসেঞ্জারের পেনসিল আঁকা আইকনের ওপরে ক্লিক করতে হবে। এবার ওপরে ডান পাশের ‘সিক্রেট’ অপশনে যেতে হবে। এবার যাকে মেসেজ করতে চান তাকে সিলেক্ট করুন। এখান থেকে চাইলে আপনি কতক্ষণ পর মেসেজটি ডিলিট হবে সে সময় টেক্সট বক্স থেকে সিলেক্ট করে দিতে পারেন। এর আগে গত জুলাইয়ে ফেসবুক তাদের মেসেজ আদান-প্রদানের জন্য মেসেঞ্জারের ‘সিক্রেট মেসেজ’ অপশন নিয়ে পরীক্ষা চালিয়েছে। তারা জানিয়েছিল, সীমিত আকারে সেবাটি চালু হলেও শিগ্রী সবার জন্য নিয়ে আশা হবে।

টাকা আয় করুন

4 thoughts on "ফেসবুকে এবার সিক্রেট চ্যাট করার সুযোগ"

  1. Little Star Sabbir Contributor says:
    ইশ আমাকে হেল্প করার মত কেউ
    নেই,,,,,প্লিজ আমার ফেসবুকের নাম ১ দিনেই
    চেঞ্জ করতে পারছিনা প্লিজ হেল্প
    করেন,,,,,প্লিজ্জজ্জজ্জজ্জজ
  2. nayem.nm Contributor says:
    vai pai na to. Screen shot diye dekhale valo hoto

Leave a Reply