কথা না বাড়িয়ে সরাসরি কাজে
আসি। এই কাজটা করতে আপনার
ফোনে লাগবে একটি Operamini.

ধাপ অনুসারে এগিয়ে যান এবার।

♣প্রথমে আপনার প্রোফাইলে
লগিন করে একটি যেকোনো পোস্ট করুন
প্রাইভেসিটা Friends রেখে।
যেকোনো পোস্ট ছোট অথবা বড়।

♣পোস্ট হয়ে গেলে এবার
অপেরামিনি দিয়ে Settings এ যান।

তারপর Privacy তে যান। তারপরে “Limit
The Audience For Posts You’ve Shared With
Friends Of Friends Or Public?”
এ ক্লিক
করুন।

♣এবার Limit Old Post এ ক্লিক করুন।
কাজ শেষ। আপনার কাজ হয়ে গেছে।
আপনরার প্রোফাইলের সব পোষ্ট
পাবলিক থেকে ফ্রেন্ড হয়ে গেছে।

[বি:দ্র: যেসব পোস্ট Only To Me দিয়ে
করছেন সেগুলোর কোন পরিবর্তন হবে
না!! ]

একইভাবে আপনার পোস্টগুলো Friend To
Public
করতে পারবেন। এর জন্য ধাপ ১ এর
পোস্টটি পাবলিক রেখে করবেন।

সবাই ভালো থাকবেন এবং সবসময় সুন্দর চিন্তা করবেন।

সম্পূর্ণ ক্রেডিট : Md.Rifat

7 thoughts on "ফেসবুকে আপনার প্রোফাইলের সকল পোস্ট মাত্র এক ক্লিকে Public থেকে Friends করুন!!"

  1. Reja BD Author says:
    Sundor post , Screnshort Soho post Korle aro o Valo Hoto
  2. foyjullah Torun Author Post Creator says:
    জী ভাই।
  3. GM Shohagh Hasan Contributor says:
    সুন্দর পোষ্ট,,,,,
    1. foyjullah Torun Author Post Creator says:
      Welcome Bro…

Leave a Reply