আপনি যদি কোনো ফেসবুক গ্রুপের অ্যাডমিন/মোডারেটর হয়ে থাকেন, তাহলে এই পরামর্শগুলো আপনার কাজে আসবেঃ
1. পাবলিক গ্রুপের প্রাইভেসি নিয়ে সতর্ক থাকুন। প্রাইভেট গ্রুপ কখনো পাবলিক গ্রুপে পরিবর্তন করতে পারবেন না। তবে পাবলিক গ্রুপ যদি কোনো অ্যাডমিন পরিবর্তন করে প্রাইভেট গ্রুপে নিয়ে যায়, তাহলে বাকি সকল অ্যাডমিনদের ৩ দিন সময় থাকবে, সেটা বাতিল করার।
2. গ্রুপে কখনও একটা এফবি আইডি দিয়ে অ্যাডমিন থাকবেন না। নিজের কোনো একটা এক্সট্রা এফবি আইডি অ্যাডমিন বানিয়ে সেটা ডিঅ্যাকটিভেট করে রাখুন, যাতে আপনার অ্যাকাউন্ট লকড/ব্লকড হয়ে গেলেও গ্রুপের অ্যাডমিনশিপ না হারান। পারলে, নিজের কোনো বিশ্বস্ত বন্ধু বা ফ্যামিলি মেম্বারকেও অ্যাডমিন বানিয়ে রাখুন।
3. গ্রুপের ওরিজিনাল ক্রিয়েটর না থাকলে খুব বিশ্বাসী বন্ধু ছাড়া অপরিচিত কাউকে অ্যাডমিন বানাবেন না। তবে মোডারেটর বানাতে কোনো অসুবিধা নেই।
কোনো পয়েন্ট না বুঝে থাকলে কমেন্ট করুন।
বিঃদ্রঃ আরও নতুন নতুন পরামর্শ পোস্ট এডিট করে যোগ করা হবে। তাই পোস্টটি নিয়মিত ভিজিট করবেন।
Google-এ Search করেও যদি না পেয়ে থাকেন, তাহলে পরে এ সম্পর্কিত Post Publish করব TrickBD-তে…
এর জন্য কনো সেটিং আছে।
vai amr post gula dekhun? please
rana vai email er sara nai keno???
rana vai shadin vai please amr post gula dekhun asha kori valo lagbe..please reply din…