অনেকেরই একই নামে একাদিক ফেসবুক পেজ থাকে । আপনি চাইলে এই একাধিক পেজ কে একসাথে (Merge) করতে পারেন। এতে দুই পেজের ফ্যান এক সাথে যোগ হবে। তবে দুইটি পেজকে এক সাথে যোগ করতে কিছু শর্ত আছে। অবশ্যই পেজের নাম একই হতে হবে অথবা নামের সাথে মিল থাকতে হবে। অবশ্যই একই নাম থাকতে হবে তবে নামের মধ্যে স্পেস থাকতে পারে অথবা একই নাম কিন্তু নামের শেষে ডট থাকতে পারে ইত্যাদি। যাই হোক এখন কাজের কথায় আসি।

প্রথমে যে পেজকে মার্জ বা ভেঙ্গে অন্য পেজের সাথে অ্যাড করবেন সেই পেজের setting এ প্রবেশ করুন। তবে অবশ্যই আপনাকে পেজের অ্যাডমিন হতে হবে নতুবা এই কাজ করতে পারবেন না।

তারপর Ganeral এ ক্লিক করুন।

এখন এক বারে শেষে দেখুন Merge Pages নামে একটা অপশন আছে ঐখানে ক্লিক করুন।

এরপর Merge Duplicate Pages এ ক্লিক করুন। যে পেজে অ্যাড করতে চান বা যে পেজ রাখতে চান সেই পেজ সিলেক্ট করুন। দ্বিতীয় অপশন এ আপনি যে পেজকে ভাংতেচান বা যে পেজকে merge করতে চান সেইটিসিলেক্ট করুন।

সবশেষে Merge Pages এ ক্লিক করুন।আপনার কাজ শেষ। যদি নাম একই হয় তাহলে Merge হয়ে যাবে.

তবুও যদি না বুঝেন এই ভিডিও টিউটোরিয়ালটি দেখুনঃ
এখানে ক্লিক করে ভিডিওটি দেখুন

আপনাদের কোন সমস্যা থাকলে কমেন্ট করে আমাকে বলতে পারেন।
ফেসবুকে আমি

9 thoughts on "একাধিক ফেসবুক পেজের লাইককে একটি পেজে নিয়ে আসুন"

  1. Nahidalnasir7 Contributor says:
    এখন Banglalink বন্ধ সংযোগ
    এর অফার কি আছে।
    কারো জানা থাকলে….
    প্লিজ… বলেন?
    1. bappu24 Contributor says:
      1gb internet free
      ar 9tk te 1gb
  2. bappu24 Contributor says:
    9tk recherge e 1gb internet
  3. Mi Monir Contributor says:
    Marge করলে কি যে পেজ মারজ করব তার লাইক কেটে যাবে?
  4. Misuk BD Author says:
    আরে ভাই এটা কি ফেজবুক আপডেট এ্যাপস ,ভার্সনটা বলুন৷আর ফেজবুক পেজ এ্যাপ হলে ভার্সনটা বলুন৷
  5. Sujan Hossain Author says:
    kon aps diye korte parbo. android phone
  6. Misuk BD Author says:
    বাহ কমেন্টের রিপ্লে নাই?
  7. Nishat Julfiqar Topu Contributor says:
    আরে মিয়া,,, ফেসবুকের নীল ফেসবুকটারে আপডট করেন

Leave a Reply