ফেসবুকে প্রথম কবে একাউন্ট খুলেছিলেন, জেনে নিন এক ক্লিকেই

আসসালামু আলাইকুম।
কেমন আছেন বন্ধুরা, আশা করি ভাল আছেন।
আপনারা হয়তো অনেকেই ভুলে গিয়েছেন যে আপনার ফেসবুক একাউন্টটি প্রথম কবে খুলেছিলেন। হ্যাঁ আপনি ভুললেও ফেসবুক কিন্তু ভুলে নাই, চাইলেই আপনি দেখে নিতে পারেন আপনার ফেসবুক একাউন্টটি কবে খুলেছিলেন এবং ঘুরে আসতে পারেন সেই পুরনো স্মৃতি থেকে।

১ । প্রথমে ফেসবুক এ প্রবেশ করুন ।

২। এরপর প্রোফাইলে প্রবেশ করুন ।

৩ । এরপর টাইমলাইন বারের নিচের ডান দিকে লক্ষ করুন Activity Log (এক্টিভিটি লগ) এখানে ক্লিক করুন ।

৪। এরপর এক্টিভিটি লগ এ ঢুকে একদম নীচের ডান দিকে লক্ষ্য করলে দেখবেন সাল দেয়া আছে ।

৫। এবার সবচেয়ে নীচের সাল এ ক্লিক করুন।

৫। এরপর সাল এ ক্লিক করলে যে মাস দেখা যাবে সেই মাসেই আপনি আপনার ফেসবুক

একাউন্ট খুলেছিলেন ।

ছবিটি ভালো লক্ষ করুন, স্পষ্ট হয়ে যাবে ব্যাপারটি।

রেডিও শুনে ৭০০ গান মুখস্থ করলেন গ্রামের এই যুবক

ফেসবুকে আমি

6 thoughts on "ফেসবুকে প্রথম কবে একাউন্ট খুলেছিলেন, জেনে নিন এক ক্লিকেই"

  1. KawserH Contributor says:
    অামার একটি অাইডিতে Login করলে

    We’ll take a look at the documents you submitted and get back to you. If we need more help with confirming your name, we’ll contact you for additional documentation.

    এটা অাসে এর সমাধান কি?

    1. MD Amir Khan Contributor says:
      Document submit koren…fb any problem solve kori.
    2. KawserH Contributor says:
      অাপনার ফেসবুক অাইডিটা দেন
  2. Bellal BD Contributor says:
    পারছি না………..
    এটা আমার জানা লাগবে।
    আপনার ফেসবুক আইডি
    লিংক দেন।

Leave a Reply