ফেসবুক ব্যবহারের কিছু টিপস
সকলে আশা করি ভালো আছেন….
ফেসবুক টিপস নিয়ে এরকম অনেক
পোষ্ট আছে…….
তবে এই বিষয়গুলো আমি কোন
পোষ্টে দেখি নাই, তাই শেয়ার
করলাম…….
তো শুরু করা যাক…..
১। কিভাবে আপনার প্রোফাইল
পিকচারটি আনক্লিকেবল করবেন
আমরা কমবেশী সবাই চাই
আমাদের ব্যাক্তিগত ছবি
ফেসবুকের ফ্রেন্ড ছাড়া সবাই
যেন দেখতে না পায়। আপনার
ছবিগুলো হয়তো প্রাইভেসি
দিয়ে অপরিচিত কাউকে দেখার
হাত থেকে রক্ষা করতে পারবেন
কিন্তু আপনার প্রোফাইল
পিকচারটি এক ক্লিকে সকলেই
দেখতে পাবে যারা আপনার বন্ধু
নয়। তবে এই সমস্যার একটা সমাধান
রয়েছে তা নিচে দেওয়া হল:
প্রথমেই আপনি আপনার নিজের
প্রোফাইলে যান নিজের নামে
ক্লিক করে।
এখন Photos এ ক্লিক করুন।
তারপর Albums এ ক্লিক করে profile
picture album সিলেক্ট করুন।
আপনার প্রোফাইল ফটোটিতে
ক্লিক করে edit এ চাপুন।
এখন privacy settings থেকে only me
সিলেক্ট করুন।
এখন done editing এ ক্লিক করলেই
আপনার প্রোফাইল পিকটি

আনক্লিকেবল হয়ে যাবে অর্থাৎ
যে আপনার ফ্রেন্ড নয় সে এই ছবি
ক্লিক করে দেখতে পাবেনা।
২। ফেসবুক চ্যাট থেকে কিভাবে
নিজের অনলাইন স্ট্যাটাস হাইড
করবেন
ফেসবুক সম্প্রতি নতুন একটা ফিচার
চালু করেছে যার মাধ্যমে আপনি
আপনার অনলাইন স্ট্যাটাস হাইড
করতে পারবেন। আগে অনলাইন
স্ট্যাটাস হাইড করতে চ্যাট
অপশনটি সম্পূর্ণ বন্ধ করা লাগতো
কিন্তু বর্তমানে আপনি আপনার
সুবিধামতো যে কারো জন্য
নিজের অনলাইন স্ট্যাটাস হাইড
করতে পারবেন।
প্রথমে settings এ গিয়ে advance
settings এ ক্লিক করুন।
advance settings এ আপনি দুটা অপশন
পাবেন Turn on chat for all friends এবং
turn on chat from selected friends।
আপনি আপনার পছন্দ মতো অপশন
বাছাই করে save বাটন ক্লিক করুন।
৩। ফ্রেন্ড লিস্টে না রেখে
ফলো করার অপশন চালু করবেন
যেভাবে
সাধারণত আমরা ও আমাদের
ফেসবুক ফ্রেন্ডরা একে অপরকে
ফলো করতে পারি এবং একে
অপরের সকল পোস্ট দেখতে পাই।
কিন্তু এখানে ফ্রেন্ড আর ফলো এর
মাঝে একটা তফাৎ রয়েছে।
ফ্রেন্ডরা আপনার সকল পোস্ট
দেখতে পাবে তবে ফলোয়াররা
শুধু আপনার পাবলিক পোস্টগুলোই
দেখতে পাবে। আপনি যদি চান
কেউ শুধু আপনার পাবলিক পোস্ট
গুলোই দেখুক সেই ক্ষেত্রে আপনি
settings থেকে followers এ গিয়ে who
can follow me অপশন থেকে everyone
সিলেক্ট করুন। এখন যে কেও
আপনাকে ফলো করতে পারবে।
৪। কিভাবে একজন ফলোয়ারকে
আনফ্রেন্ড না করেই ফলো করা বন্ধ
করবেন
আমাদের অনেক ফ্রেন্ড আছে
যাদের পোস্ট অনেক সময় আমাদের
বিরক্তির কারণ হয়ে দারায়।
তাদের হয়তো বলতেও পারছেন
না যে তার পোস্ট গুলোতে
আপনার বিরক্ত লাগছে সেই
ক্ষেত্রে তাকে হয়তো আনফ্রেন্ড
করার কথা ভাবছেন। তবে
ফেসবুকের নতুন ফিচার আপনাকে
এই সমস্যার হাত থেকে রক্ষা
করবে।
এর জন্যে আপনাকে যা করতে হবে
তা হলো আপনার সাই বন্ধুটির
প্রোফাইলে যেয়ে following
অপশনটি uncheck করতে হবে। এতেই
আপনার কাজ হয়ে যাবে কারন
আপনার সেই বন্ধুর বিরক্তিকর
পোস্ট আর আপনার টাইমলাইনে
আসবেনা।
শেয়ার করুন……..

15 thoughts on "ফেসবুক ব্যবহারের সম্পূর্ণ নতুন টিপস"

  1. WapmasterArif Contributor says:
    কেউ কি জনেন? Webtunnel কানেক্ট হচ্ছেনা কেন? জানলে প্লিস বলুন।অথবা অন্য একটা পোস্ট আমাদের মধ্যে শীঘ্র শেয়ার করুন। প্লিস।
    1. WapmasterArif Contributor says:
      এখন কি উপায়। তাহলে আমরা অসহায়?
    2. WapmasterArif Contributor says:
      সেখানে গিয়ে কি লিখব? আর ফ্রি নেট এর কথা বল্লে তো ওরা আরো ভাল করে চেক করবে।
    3. WapmasterArif Contributor says:
      আরে ভাই আপনি জানেননা মনে হয় আগে একবার বন্ধ করছিল। আমাদের হ্যাকাররা নতুন উপায় বের করছেন এখনো করবে ইনশাল্লাহ।
    4. WapmasterArif ভাই এইসব নাযায়েজ কাজে ইনশাআল্লাহ না বললে ভালো হয়
  2. Shaikat Contributor says:
    আজকে সকাল থেকেই কাজ করতেছে না।
    1. WapmasterArif Contributor says:
      আমারও তাই। সকাল থেকে।
    2. WapmasterArif Contributor says:
      মানে? কি বুঝাতে চাইছেন? আর কোথায় কমেন্ট করছেন।
  3. Mahim Boss Subscriber says:
    robi free net off koira dise… mane amra akhon asohay…???
  4. msshohug Author says:
    kiser, apnara robi chalan dorbol net, akhon theke airtel a chalan 120MB/DAY,
    DOWNLOAD AND BROSING
  5. Mahfuz Tushar Contributor says:
    জিপি দিয়ে তো চলতেছে।
  6. SV Shuvo Contributor says:
    রানা ভাই প্লিজ আমার পোস্ট গুলু দেখুন??
    তার পর আমাকে Author বানান প্লিজ
  7. Mj.rana Author says:
    Vai setting a giye advanced setting paina kno vua post naki?
  8. Shaikat Contributor says:
    রবির ফ্রি টা বন্ধ হয়ে যাবার পর আমি রবির আরেকটা ভালো ট্রিক পেয়েছি। নতুন প্রক্সি সার্ভার।
    আমি এটা নিয়ে পোষ্ট করেছিলাম। কিন্তু আমার পোষ্টটি এখনো অনুমোদন পায়নি।
    সেক্ষেত্রে এডমিন ভাইদের সহায়তা আশা করছি।
    1. WapmasterArif Contributor says:
      কি পাইছেন ফেসবুক লিংক দেন

Leave a Reply