আসসালামুআলাইকুম। শুভ রাত্রি। কেমন আছেন? আমাদের প্রযুক্তি জ্ঞানের অফুরন্ত ভান্ডার ট্রিকবিডি সর্বদা আপনাদের পাশে থাকবে, আর আপনারাও আমাদের পাশে থাকবেন আশা করি। আমি সেই কবে থেকে আশায় ছিলাম ট্রিকবিডিতে নিজের জানা কিছু জানাব, আর অজানা সব জানব। তাই আজ ফেইসবুকের একটি বিষয় আমরা শিখব যা অনেকেই জানেন, আর যারা জানেন্না তাদের জন্যই এই পুষ্ট।
জানব কিভাবে ফেইসবুকের পেইজ বাতিল করব আইডি থেকে। তাহলে ধাপে ধাপে চলুন নিচের সব স্ক্রিনশট গুলু দেখি ও বুজি। না বুজলেও মন্তব্য প্রকাশ করবেন, আপনার।
প্রথমে fb.com এ ঢুকে কাংকিত পেইজে যান, যেটি বাতিল করবেন, ও নিচের ছবির মত করেন কাজ।
বি দ্রঃ এটি বাতিল হতে চৌদ্দ দিন সময় নিয়ে নেয়, তাই ততদিন আপনাদের অপেক্ষা করতে হবে।
আমাদের সিলেটের কেউ থাকলে কমেন্ট করে উতসাহ করে জাগাবেন।
তাহলে বন্ধুরা আজকের পুষ্ট কেমন লাগল অবশ্যই বলবেন
সবাই সুস্থ থাকুন, ভাল থাকুন, নিরাপদ থাকুন।
ami 2 minute e pages delete pari
facebook.com pages e giye delete dilei 2 minute e delete hobe
md.suvo.9714″]my fb[/a]