ফেসবুকের ১৩ বছর পূর্ণ হয়েছে গতকাল ৪ ফেব্রুয়ারি। ২০০৪ সালের এই দিনে চালু হওয়া এই সামাজিক যোগাযোগমাধ্যম বদলে দিয়েছে যোগাযোগের ধরন। ফেসবুকের ১৩ বছরপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটি সম্পর্কে ১৩টি গুরুত্বপূর্ণ তথ্য থাকছে এখানে।

১. ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি হার্ভার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যোগাযোগের জন্য বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী মার্ক জাকারবার্গ চালু করেন দ্য ফেসবুক ডটকম নামের ওয়েবসাইট। হার্ভার্ড ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রায় ৮০০ বিশ্ববিদ্যালয়ে দ্রুত ছড়িয়ে পড়ে ওয়েবসাইটটি।

২. আইফোন কিংবা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালুর আগেই ২০০৬ সালে ফেসবুকের মোবাইল সংস্করণ চালু করেন মার্ক।

৩. চালু করার আড়াই বছর পর গোটা বিশ্বের জন্য ফেসবুক উন্মুক্ত করে দেওয়া হয়। সে সময় ফেসবুকে বড়জোর ১ কোটি ২০ লাখ ব্যবহারকারী ছিল।

৪. ২০০৯ সালে ফেসবুকে যুক্ত হয় লাইক বোতাম। এখন লাইক অনেকটা ফেসবুকের সমার্থক হয়ে ওঠেছে।

৫. ২০১০ সালে ওপেন গ্রাফ সুবিধা চালু করে ফেসবুক। এরপর থেকেই বিভিন্ন ওয়েবসাইট কিংবা প্রকাশকদের বিষয়বস্তু বিপণনের সুযোগ তৈরি হয়।

৬. ২০১২ সালে পাবলিক কোম্পানিতে পরিণত হওয়ার পর থেকেই ফেসবুকের শেয়ার কেনার সুযোগ তৈরি হয়।

৭. মাত্র ৩২ বছর বয়সে ৫ হাজার ৪০০ কোটি ডলারের মালিক মার্ক। এই ফেসবুকই তাঁকে এত কম বয়সে ধনকুবের বানিয়েছে।

৮. ২০১২ সালে ১০০ কোটি ডলারে ছবি ভাগাভাগির ওয়েবসাইট ইনস্টাগ্রাম কিনে নেয় ফেসবুক।

৯. ২০১৫ সালে ব্যবহারকারীদের জিআইএফ অ্যানিমেশন পোস্ট করার সুবিধা দেয় ফেসবুক। অথচ জিআইএফ ফরম্যাট তৈরি হয়েছে ৩০ বছর আগে।

১০. গত বছর স্মার্টফোন ক্যামেরা থেকে সরাসরি ভিডিও সম্প্রচার সুবিধা ফেসবুক লাইভ চালু করা হয়।

১১. ইন্টারনেট সমতার অভিযোগে ভারতে বাধার মুখে পড়ে ফেসবুকের বিনা মূল্যে ইন্টারনেট সংযোগ-সুবিধা ইন্টারনেট ডট অর্গ।

১২. ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভুয়া খবর ছড়িয়ে জনগণের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তারের অভিযোগ ওঠে গত ডিসেম্বরে।

১৩. ফেসবুকে এখন ১৮৬ কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারী। তাঁদের মধ্যে ১২৩ কোটি ব্যবহারকারী প্রতিদিন এই সামাজিক যোগাযোগমাধ্যমে একবারের জন্য হলেও ঢুঁ মারেন। ১১৫ কোটি ব্যবহার করেন মুঠোফোন থেকে।
সূএ- প্রথম আলো

5 thoughts on "১৩ বছরে ফেসবুকের ১৩"

  1. Gsm Xlocker Contributor says:
    how to solve facebook disable problem???
  2. Gsm Xlocker Contributor says:
    anyone help me????
  3. Shamim Ahmed Contributor Post Creator says:
    thanks

Leave a Reply