fb Name Verification কেন হয়?
অনেকেই জানেন যে, ফেসবুকে নিজের আসল নাম ব্যবহার করা বাধ্যতামূলক অর্থাৎ আপনার সার্টিফিকেট এবং NID-তে যেই নাম দেয়া আছে সেটাই আপনাকে ফেসবুকে ব্যবহার করতে হবে।
আপনার নামে যা যা অন্তর্ভুক্ত করলে Name Verification হতে পারেঃ
(১) Stylish Fonts. যেমনঃ Äh$ãñ Kârïm
(২) সংখ্যা। যেমনঃ Ahsan Karim007
(৩) Unusual Capitalization. যেমনঃ AhSan KaRim
(৪) অক্ষর বা যতিচিহ্ন পুনরাবৃত্তি। যেমনঃ Ahsan Karim Ahsan Karim, Ahsan Ahsan Karim, Ahsan Karim Karim, “Ahsan Karim” ইত্যাদি।
(৫) একাধিক ভাষা থেকে অক্ষর। যেমনঃ আহসান Karim, Ahsan করিম ইত্যাদি।
(৬) Titles of any kind (ex: professional, religious). যেমনঃ Prince Ahsan Karim, Heartless Ahsan Karim, King Ahsan Karim, Wapmaster Ahsan Karim, Liker Boy Ahsan Karim, Ahsan Karim Dhaka, Ahsan Karim BD ইত্যাদি।
(৭) Single Name. যেমনঃ Karim, Ahsan ইত্যাদি। facebook-এ Single Name শুধু Indonesia দেশের জন্য গ্রহণযোগ্য। Indonesia দেশের Proxy ব্যবহার করে অন্যান্য দেশের fb ব্যবহারকারী Single Name দিয়ে থাকেন।
(৮) নামহীন ফেসবুক প্রোফাইল। যেমনঃ
ᎬᏚᎷᎯ
(৯) কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে অথবা কোনো Celebrity এর নাম ব্যবহার। যেমনঃ Trickbd Ahsan Karim, Ahsan Karim Pigeons Seller, Tahsanian Ahsan Karim, Lionel Ahsan Karim, Cristiano Ahsan Karim ইত্যাদি। এসবের জন্য fb Page এবং Group বানাবেন।
উপরের উদাহরণের মতো কোনো একটি নাম যদি আপনি আপনার ফেসবুক প্রোফাইলে ব্যবহার করে থাকেন, তাহলে আপনার ফেসবুক আইডি Name Verification এ Lock হয়ে যেতে পারে। অনেক সময়ে facebook Team ID ব্যতিত Name Verification করতে দেয়। ID ব্যতিত Name Verification করা খুবই সহজ।
কিন্তু যদি facebook Team ID সহ Name Verification দেয় সেটা Unlock করা অনেক কষ্টসাধ্য ব্যাপার।
আপনি ভাবতে পারেন যে, “আমি/আমার অমুক বন্ধু অবৈধ fb Name অনেকদিন যাবৎ ব্যবহার করছি/করছে। আমার/তার fb ID এর তো কিছুই হচ্ছে না!?” আপনাকে মনে রাখতে হবে যে, fb ব্যবহারকারী অনেকবেশি। তাই এতো বেশি ব্যবহারকারীর মধ্যে প্রত্যেকের উপর fb Team নজর রাখতে ব্যর্থ হচ্ছে। কেউ যদি আপনার fb ID Report করে কিংবা কোনো একদিন এমনিতেই আপনার fb ID এর প্রতি facebook Team এর নজর পড়ে যেতে পারে। আর তখন Name Verification নিশ্চয়ই হবে।
তাই এখনই Settings & Privacy>General>Name-এ গিয়ে আপনার ফেসবুক প্রোফাইলে আসল নাম ব্যবহার করে আপনার ফেসবুক আইডিটি Name Verification এর হাত থেকে রক্ষা করুন।
সাধারণভাবে ফেসবুক প্রোফাইলের নাম বদলাতে না পারলে, প্রথমে আপনার ফেসবুক আইডিতে Log In করুন। তারপর এই Form-টি নিম্নোক্তভাবে পূরণ করে Send করুনঃ
New first name: আপনার প্রথম নাম লিখুন
New middle name (optional): আপনার মাঝের নাম লিখুন(যদি থাকে)
New last name: আপনার শেষ নাম লিখুন
Reason for this change: নির্দিষ্ট একটি কারণ Select করুন
Your ID: আপনার বর্তমান Profile Photo-টি Upload করুন
আপনার ফেসবুক আইডিতে যদি কোনো Email Add করা না থাকে, তাহলে একটি নতুন Email Account Create করে সেটা Email-এ লিখুন।
যেভাবে Name Verification Unlock করতে পারেনঃ
(১) আপনার ফেসবুক আইডিতে Log In করুন।
(২) Get Started Click করুন
(৩) আপনার আসল First name, Middle name(যদি থাকে) এবং Surname লিখুন।
(৪) আপনার ফেসবুক আইডিতে যদি কোনো Email Add করা না থাকে, তাহলে একটি নতুন Email Account Create করে সেটা Email-এ লিখুন।
(৫) Submit Click করুন।
তারপর আপনি এই Message-টা দেখতে পারবেনঃ Thanks for doing this. We’ll look at your request and send you an email as soon as we’ve made a decision.
আপনি facebook Team এর পক্ষ থেকে একটি Mail পাবেন আপনার Email-এ।
৪/৫ দিন পর পর আপনার fb ID-তে Log In করে Check করবেন। পুনরায় Name Verification এর Option পেলে তা আবার উপরোক্ত নিয়মে Submit. করবেন। fb Name Verification Unlock হতে ৩-৫ দিন অথবা ৮-১০ মাসও বা এর থেকে আরও কম/বেশি সময় লাগতে পারে।
বিদ্রঃ fb Name Verification করার সুবিধার্থে এখনই আপনার বর্তমান Profile Photo Download করে রাখুন এবং fb ID-তে কোনো Email Add করা না থাকলে একটি Email Add করে Confirm করে রাখুন। Profile Photo Upload করে Disabled fb ID Unlock করা যায় না।
আমাকে টিউনার বানান ৷
পোস্টি পরলে আর কেউ বেকার থাকবে না ,প্লিজ রানা এবং স্বাধীন ভাইয়া আমাকে টিউনার হওয়ার সূযোগ করে দিন৷
ki korbo plz hlp.me
First Name: S
Middle Name: M
Surname: Sakib
তবে এই নাম দিলে Name Verification হলেও হতে পারে।
আামাকে Author দেওয়ার জন্য। আর রেজা ভাইকে
next shadhin vai k bolce…. shadhin vai kore dite chaice….
..
fb.com/mahbub.nasir.14
৩ দিন ই নাম ভেরিফিকেশন খুলে দিতে পারি!!
reviewing these additional documents. We appreciate your patience, and we’ll get back to you as soon as we can.[/b]
আর কোনো সমস্যা থাকলে এখানে Comment করিয়েন।
[email protected]
amr fb id te nam change korte gele government pic chai ki korbo.
bolben plzzz
ফেসবুক মেয়ের নামে খোলা
আমার একটা আইডি নাম ভেরিফাই পরছে
Unlock হতে ৩-৫ দিন অথবা ৮-১০ মাসও বা এর থেকে আরও কম/বেশি সময় লাগতে পারে।”
আমার এক Friend এর প্রায় ২ বছর পর Unlock হয়েছিল fb Name Verification. So, don’t lose hope. Keep trying.