আস্সলামু আলাইকুম।
পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার নামে আমার প্রথম পোস্ট শুরু করতে যাচ্ছি।
ফেসবুক ব্যবহারকারীর সব সময় একটি দুঃশ্চিন্তা মনের মধ্যে রয়ে আছে। তা হল Photo Verification। এটি আপনার ভুলের কোন কারণে হয়ে যেথে পারে। যেমন অতিরিক্ত বন্ধগনকে Add দেওয়া। বার বার অতিরিক্ত লিংক শেয়ার করা। বা অন্য কোন কারণেই হতে পারে। যেমন Profile সম্পূর্ণ সম্পাদন না করাই।
এই নিয়ে আর কোন চিন্তাবোধ করতে হবে না। কারণ আপনাদের মাঝে আছে ট্রিকবিডি। চলুন এবার কাজ শুরু করা যাকঃ
পথমে একদম নিচে Setting and privacy তে ক্লিক করুনঃ
তারপর Trusted Contact এ যান। নিচের স্কিন শট দেখুনঃ
এবার Add Friends ক্লিক করুন
[color=red]যদি Password চাই তাহলে পাসোয়ার্ড দিবেন।[/color]
এবার নিচের স্কিন শট এর মত একটা পেজ আসবে। সার্চ বক্সে আপনার পরিচিত এমন বন্ধুদের নাম লিখে ওদের কে Add করুন। যেমন ঃ
এভাবে ৩-৫ জন সিলেক্ট করবেন।
বা তার বেশি। মনে রাখবেন যাদের চিনেন তাদের Add করবেন। অচেনা দের Add করবেন না।
ব্যস আপনার কাজ শেষ। এবার Photo Verificationএর চিন্তা মাথা থেকে বের করে দিন।
আশা করি ভাল থাকবেন।
plz,,vai,,aktu help koren
onno kono vabe hoyna??
Trusted Contacts কিভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়ে Post করতে খুব ইচ্ছে করছে…। কিন্তু আপসোস…! আমার কাছে আর নতুন Post লিখার একদমও সময় নেই।
৪ মাস পর অবশ্যই Post-টা করব। আর এখানে Comment করে জানিয়ে দিব।
এটা প্রথমে আমি নিজেও বিশ্বাস করতাম যে, Trusted Contacts Add করলে Photo Verification হয় না…।
Trusted Contacts এর মাধ্যমে শুধু fb ID এর Password Reset করা যায়।
যাইহোক, আপনি যখন ঝগড়া ভাচছেন আর কিছুই Comment করার থাকে না।
[আমি খুব সাধারণভাবেই Comments গুলো লিখেছি…]
আপনার Post পড়েই আমি Youtube এর Grabber Create করতে পেরেছি।
Again thank you so much. ☺
Fb.Com/RejaRox