আগেই বলে রাখি ট্রিক তাদের জন্য যারা এইটা করতে পারেন না মানে নতুনদের জন্য। আজকে আমি আপনাদের সাথে খুব কাজের একটি টিপস শেয়ার করবো আজকের টিপস শুধু মাত্র নতুন দের জন্য কারন যারা অভিজ্ঞ তারা হয়তো টিপসটি জানতে পারেন । যাই হোক আমি হেডলাইনে বলেছি কিভাবে আপনি আপনার ডিলিট হওয়া ফেসবুক ম্যাসেজ , ফটো , ভিডিও ইত্যাদি ফিরিয়ে আনবেন মানে রিকভারি করবেন ! হা আজকে আমি আপনাদের সেটাই দেখাবো । আমারা অনেক সময় ভুল করে হোক বা রাগের মাথাই যেকোনো কারনে ফেসবুক এর অনেক কিছু ডিলিট করে ফেলি কিন্তু সমস্যা হয় যখুন যেগুল আবার দরকার হয় , চিন্তা নেই আজকের এই টিপস অনুযায়ী সেটা করতে পারবেন মানে ডিলিট ফাইল ফিরিয়ে আনতে পারবেন । নিচের ছোট্ট কিছু স্টেপ দেখুন
- প্রথমে আপনি এখানে ক্লিক করুন ।
- এবার একটি নতুন পেজ আসবে ।
- এবার সেখান থেকে Download your information. পেজ আসবে ।
- এবার Start My Archive এ ক্লিক করুন
- এবার কিছু ক্ষণ অপেক্ষা করে আপনার মেইল চেক করুন যেটা দিয়ে ফেসবুক করেছেন ।
- ব্যাস একটা ফেসবুক মেইল পাবেন সেটা কে ডাউনলোড করে নিন ।
12 thoughts on "ফেসবুক থেকে ডিলেট হওয়া সকল তথ্য ফিরিয়ে আনুন ৫ মিনিটে"