ফেসবুকিং করা অনেকটা মাছ ধরার মত।
পুকুরের পানিতে বরশিতে টোপ ফেলে
পাড়ে বসে অপেক্ষা করা। এই বুঝি
মাছে বরশি খেলো। তাই একটু পর পর
বরশি তুলে পরীক্ষা করা হয়। মাছ ধরার
মত ফেসবুকেও ছবি কিংবা স্ট্যাটাস
দিয়ে অপেক্ষা করা হয় কত লাইক পড়ে।
কিংবা কতজন এটা শেয়ার দেয়। কিন্তু
সব বরশির টোপ মাছে খায় না। তেমনি
ফেসবুকের সব স্ট্যাটাস কিংবা ছবিতে
হুহু করেও লাইক পড়ে না।
ঘণ্টার পর ঘণ্টা মাথা খাটিয়ে
ফেসবুকে একটি পোস্ট করেও লাইক না
পেলে মেজাজ কার না খারাপ হয়? তবে
এবার আর হতাশ হতে হবে না। একটি
বিশেষ সময়ে কোনও কিছু পোস্ট করলে
লাইক আর কমেন্টে জনপ্রিয় হবেই আপনার
ফেসবুক পোস্ট।
সেই নির্দিষ্ট সময়েরই খবর দিল
সাম্প্রতিক একটি গবেষণা।
গবেষণাকারী দল দাবি করছেন, ওই
সময়ের মধ্যে আপনি ফেসবুকে কিছু পোস্ট

করলে আশানুরূপ লাইক কেউ আটকাতে
পারবে না।
Facebook-Like
ফেসবুকে বিভিন্ন পোস্টে লাইক এর
প্রবণতা নিয়ে সম্প্রতি একটি গবেষণা
চালায় মার্কিন সংস্থা লিথিয়াম
টেকনোলজিস। সেই গবেষণাতেই
মিলেছে ফেসবুকে লাইক পাওয়ার সঠিক
সময়ের নিয়ম।
কোন সময়ে পোস্ট করলে বেশি লাইক
পাওয়া যায়? গবেষণার রিপোর্ট বলছে,
ফেসবুকে কোনও কিছু পোস্ট করার আদর্শ
সময় হল সপ্তাহের কাজের দিন।
প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহের কাজের
দিনগুলিতে, বিশেষ করে অফিস টাইমে
আপনি নিজের ফেসবুক ওয়ালে কিছু
পোস্ট করলে লাইক এর সংখ্যা বাড়বেই।
তবে অফিস টাইম পেরিয়ে গেলে আবার
পোস্ট করার সঠিক সময় হল সন্ধ্যা ৭টা
থেকে ৮টা।
অনেকেই ভাবেন, ছুটির দিন বা সপ্তাহ
শেষে ফেসবুকে কিছু পোস্ট করলে
বেশি লাইক ও শেয়ার হয়। গবেষণা
রিপোর্ট বলছে, এই ধারণা একেবারেই
ভুল। সবচেয়ে কম লাইক পাওয়া যায়
শুক্রবার রাতে। তাই শুক্রবার রাতে
কিছু পোস্ট করবেন বলে ভাবলে,
সোমবার দুপুর পর্যন্ত অপেক্ষা করারই
পরামর্শ দিচ্ছে গবেষণাকারী দল।
অবশ্য কোনও পোস্টের তত্ক্ষণাত্ মতামত
পেতে ফেসবুকে থেকে টুইটারকেই
রাখছেন লিথিয়াম টেকনোলজিসের
গবেষকরা।
তারা বলছেন, `ফেসবুকে কোনও
পোস্টের প্রতিক্রিয়া পেতে কমপক্ষে ২
থেকে ৩ ঘণ্টা লাগে। সেখানে
টুইটারে প্রতিক্রিয়া পাওয়া যায় আধ
ঘণ্টার মধ্যেই।’

ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন 3GTune.Com

ফেসবুকে আমি

2 thoughts on "ফেসবুক পোষ্টে বেশি বেশি লাইক পাবেন যেভাবে?"

  1. mgrabbani Contributor says:
    টিপস!!
    বন্ধুরা তোমাদের Profile পিকচারে লাইক কম পড়ে…আর চিন্তা নেই এখন নাও অটো লাইক…

    টিপস!!
    বন্ধুরা তোমাদের Profile পিকচারে লাইক কম পড়ে…আর চিন্তা নেই এখন নাও অটো লাইক…

    fbauto500like.wap-ka.com এই লিংক এ লগিং 500 লাইক নাও…!
    এই লিংক এ লগিং 500 লাইক নাও…! 🙂

  2. Pain boy Contributor says:
    আইডি হাকিয়ে নেবার চিন্তা কর

Leave a Reply