আমরা কমবেশী সবাই চাই আমাদের ব্যাক্তিগত ছবি ফেসবুকের ফ্রেন্ড ছাড়া সবাই যেন দেখতে না পায়। আপনার ছবিগুলো হয়তো প্রাইভেসি দিয়ে অপরিচিত কাউকে দেখার হাত থেকে রক্ষা করতে পারবেন কিন্তু আপনার প্রোফাইল পিকচারটি এক ক্লিকে সকলেই দেখতে পাবে যারা আপনার friend নয়। তবে এই সমস্যার একটা সমাধান রয়েছে তা নিচে দেওয়া হল:

১। প্রথমেই আপনি আপনার নিজের প্রোফাইলে যান নিজের নামে ক্লিক করে।

২। এখন Photos এ ক্লিক করুন।

৩। তারপর Albums এ ক্লিক করে profile picture album সিলেক্ট করুন।

৪। আপনার প্রোফাইল ফটোটিতে ক্লিক করে edit এ চাপুন।

৫। এখন privacy settings থেকে only me সিলেক্ট করুন।

৬। এখন done editing এ ক্লিক করলেই আপনার প্রোফাইল পিকটি আনক্লিকেবল হয়ে যাবে অর্থাৎ যে আপনার ফ্রেন্ড নয় সে এই ছবি ক্লিক করে দেখতে পাবেনা।

Leave a Reply