আসসালামুআলাইকুম,
, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বিশ্লেষন করার চেষ্টা করবো ফেসবুক পেইজ ভেরিফাই সম্বন্ধে।
ফেসবুক পেইজ ভেরিফাই বলতে আমরা সাধারণত বুঝি পেইজের নামের ডান পাশে নীল টিক মার্ক দেওয়া।
হ্যা,কোনো পেইজে এরকম থাকলেই বুঝতে হবে এটা ভেরিফাই করা পেইজ। কিন্তু এর পেছনেও আমাদের অনেককিছু অজানা বিষয় রয়েছে।
ভেরিফাই কী?
ভেরিফাই বলতে সাধারণ ভাষায় বলা যায় “প্রমান করা”।
আপনার পেইজটি যে আসল এবং পেইজটি সামাজিক যোগাযোগ, ব্যবসায়িক ও আর্থিক ব্যবস্থাপনায় ভুমিকা রাখবে, এরূপ তথ্য ফেসবুক কর্তৃপক্ষের কাছে প্রমান করাকেই “ভেরিফাই” বলে।
ভেরিফাই কেনো করতে হয়?
আপনার পেইজটি যদি ভেরিফাই করেন তাহলে ফেসবুক কার্যালয় থেকে বিভিন্ন প্রকার সহযোগিতা পাবেন। ফেসবুক অফিসে আপনার পেইজটি তাদের একটি সম্পদ হয়ে দাঁড়াবে ; যা নষ্ট করার আগে তারা বেশ কয়েকবার ভাববে।
তাছাড়া পেইজ জনপ্রিয় হওয়ার প্রথম উপায়ই হচ্ছে পেইজটা ভেরিফাই করা। বাংলাদেশে খুব কম সংখ্যক পেইজই আছে ভেরিফাই করা। তাই আপনার পেইজটি ভেরিফাই করলে সেটি বাংলাদেশসহ বিভিন্ন দেশে বেশ মূল্যায়ন পাবে।
কিভাবে করতে হয় পেইজ ভেরিফাই?
“বাংলাদেশে খুব কম সংখ্যক পেইজই আছে, যেগুলো ভেরিফাই করা” এই কথাটা দ্বারাই বুঝা যায় ফেসবুক ভেরিফাই করা কোনো সাধারণ কাজ নয়। এটি করতে অনেক খরচ প্রয়োজন।
তবে আমি বলবো এটি সহজই। মানুষের জানার অভাবে বাংলাদেশে ভেরিফাই পেইজের অভাব। পেইজের পুরো তথ্য এবং ভেরিফাইয়ের সম্পূর্ণ ইনফরমেশন সঠিকভাবে পূরন করতে পারলে ফেসবুক কর্তৃপক্ষ আপনার পেইজ ভেরিফাই করে দিতে বাধ্য।
যাইহোক,ভেরিফাই সম্বন্ধে আজ সামান্য একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী কোনো পোষ্টে ভেরিফাই করার পদ্ধতি তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ।
আমার জন্য সবাই দোয়া করবেন ; নিজেকে সবসময় সৎ পথে রাখবেন।
আল্লাহ হাফেজ।
যেকোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন→01767875992
তুই যদি এটার বিস্তারিত নাই লিখবি, তাহলে টাইটেলে এটা উল্লেখ করলি কেন?????
আবার পরবর্তীতে ভেরিফাই করার পদ্ধতি তুলে ধরার চেষ্টা করবি,
তার মানে কোনো কনফার্ম নাই
থাপ্পড় চিনিস?
চালিয়ে যান সাথে আছি আমি।
Ar likhte mon chai na karon ja lakha kau dakte pai na sa lekha lakher mane hoi na, so plz tunner me Plz!
Verify ki setai buje na, se abr verify kora be.
যদি কোথাও এই পোষ্ট দেখাতে পারেন তাহলে আর ট্রিকবিডিতে পোষ্ট করবোনা 🙂