ফেসবুকের রোজ নিত্য নতুন ফিচারেরর শেষ নেই। এবার মেসেঞ্জারে অ্যাড হল ‘এম’ নামের ডিজিটাল অ্যাসিস্টটেন্ট পরিসেবা। মূলত, মেসেঞ্জারকে আরও কার্যকর করতেই এ পরিসেবা চালু করা হয়েছে বলে জানানো হয়েছে ফেসবুকের তরফ থেকে।

এই পরিসেবা সম্পর্কে জানা যায়, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এই পরিসেবাটি মেসেজ আদান-প্রদানের সময় ইউজারদের বিভিন্ন ইনফরমেশন দিয়ে সাহায্যে করবে।

বন্ধুদের পাঠানো মেসেজের উত্তর কেমন হওয়া উচিত সে বিষয়েও পরামর্শ দেবে এটি। ইউজাররা অবস্থানের ইনফরমেশন সহ গাড়িভাড়া এমনকি তাদের বন্ধুদের অ্যাকাউন্টে টাকাও পাঠাতে পারবে ‘এম’ দিয়ে। মাইক্রোসফট ও অ্যামাজনের ভার্চুয়াল সহকারী পরিসেবার আদলে তৈরি এ পরিসেবা সহজেই ব্যবহার করা যাবে। প্রাথমিকভাবে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারীরাই এ সুযোগ পাবেন। পরে বিভিন্ন দেশে পরিসেবাটি চালু করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

ফেছবুকে আমি

2 thoughts on "ফেসবুক মেসেঞ্জারে এবার মিলবে টাকা"

  1. sudip Contributor says:
    valo thanks
  2. Nahid.Nin Contributor says:
    ভালো,,,

Leave a Reply