সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক বর্তমানে জনপ্রিয়তার
শীর্ষে। বিশ্বের মোট
ইন্টারনেট
ব্যবহারকারীর অর্ধেক মানুষ
সামাজিক যোগাযোগ মাধ্যম
হিসেবে ফেসবুক ব্যবহার করছে
বলে
বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা
গেছে। রোজকার দিনযাপনে
ইন্টারনেট ব্যবহারকারীর সঙ্গে
ওতপ্রোতভাবে জড়িয়ে
যাচ্ছে
ফেসবুক। ফেসবুক সম্পর্কে এমন
অনেক
নতুন তথ্য রয়েছে , যা জানলে
আপনি
চমকে যাবেন। চলুন জেনে নিই
এমন
কিছু তথ্য।
১ . ফেসবুক মেসেঞ্জারে
‘ গোপন ’
ইনবক্স আছে —প্রতিনিয়তই বহু
অপ্রয়োজনীয় মেসেজ আপনার
ফেসবুক প্রোফাইলে আসে।
কিন্তু ,
ফেসবুক নিজে এসব
অপ্রয়োজনীয়
মেসেজকে আটকে দেয়। ফলে
আপনি
সব মেসেজ দেখতে পান না।
যদি, সব
মেসেজ দেখতে হয় তাহলে
‘ মেসেজ রিকোয়েস্ট’ অপশনে
যান।
সেখানে ‘ ফিল্টারড মেসেজ ’ –
এ
ক্লিক করুন।
২ . এক ক্লিকে ‘ অ্যালবাম’
ডাউনলোড
—আগে ফেসবুক থেকে একটি
একটি
এখন
শুধু ‘ অ্যালবাম’ – এ যান। এক
ক্লিকেই
গোটা অ্যালবাম ডাউনলোড
হয়ে
যাবে।
৩ . ফেসবুকে ‘ ক্যাব’ ডাকুন —
জানেন
কি ফেসবুকে ‘ উবের ’ বা ‘ ওলা ’
ডাকা যায়। শুধু ফেসবুক অ্যাপে
গিয়ে ‘ কার ’ – এ ক্লিক করলেই
হলো।
৪ . ‘গেমস ’ রিকোয়েস্ট ব্লক করুন —
গেমস
রিকোয়েস্ট পছন্দ নয়। ফেসবুকেই
আছে ব্লকের সুবিধা। ক্লিক
করলেই
হলো।
৫ . ‘লগ – ইন ’ নোটিফিকেশনের
সুবিধা
—ফেসবুক টু – লেয়ার ‘ লগ- ইন ’
অথেনটিকেশন – এর সুবিধা
আছে।
সেটিংসে গিয়ে একটু রদবদল
করে
নিন। কখন কোন স্থানে ফেসবুক
‘ লগ – ইন ’
হচ্ছে , নোটিফিকেশন চলে
আসবে।
৬ . ‘অ্যালবাম ’ শেয়ারিং – এর
সুবিধা
—শুধু ছবি নয় , অ্যালবামও শেয়ার
করা
যায় ফেসবুকে।
৭ . পছন্দের লোকদের সঙ্গে
চ্যাটের
সুবিধা —নিজের পছন্দের
লোকেদের সঙ্গে শুধু চ্যাট করুন,
অন্যরা কেউ আপনাকে
দেখতেও
পাবে না।
৮ . পছন্দের লোকেরা ‘ লাইক’
দেখবে
—আপনি ফেসবুকে কোনো পেজ
‘ লাইক’ করছেন , তা শুধু আপনার
লোকেরাই দেখতে পাবেন।
৯ . ‘প্রোফাইল ’ – কে ‘ পেজে ’
রূপান্তর
করার সুবিধা— এককালে এমন এক
‘ প্রোফাইল ’ খুলেছিলেন যা
এখন
‘ পেজে ’ পরিণত করতে চান।
ফেসবুকে ঢুকে ‘ মাইগ্রেশন ’ অপশন
ক্লিক করুন।
১০ . ‘ লাইভ ভিডিও’ র সুবিধা
—‘ স্ন্যাপচ্যাট ’ বা
‘ পেরিস্কোপ ’ – এ
ফেসবুকে ‘ লাইভ ভিডিও’ – এর
সুবিধা
আছে।
১১ . মৃত্যুর পর ‘ প্রোফাইল ’ কী
হবে ? তা
ঠিক করতে পারবেন
—‘ সেটিংস’ – এ
গিয়ে ‘ সিকিউরিটি ’ অপশনে
আপনার পছন্দের ব্যক্তির নাম
লিখুন।
আপনার মৃত্যুর পর ওই ব্যক্তি ‘ ডেথ
সার্টিফিকেট ’ জমা করলে
ফেসবুক
আপনার প্রোফাইলকে
‘ মেমোরিয়ালাইজড ’ করে
দেবে।
আপনি যদি এটা না চান
তাহলে
ফেসবুক আপনার অ্যাকাউন্ট
ডিলিট
করে দেবে। সূত্র: এবেলা।
6 thoughts on "ফেসবুক সম্পর্কে চমকপ্রদ ১১ তথ্য !"