আস্সালামুআলাইকুম

সবাই কেমন আছেন, আসা করি ভালো আছেন।

আজ আমি আপনাদের মাঝে এমন একটি ট্রিক শেয়ার করবো যা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। আর যারা যানেন না মূলত তাদের জন্যেই আমার আজকের এই টিউন।

তাহলে চলুন শুরু করা যাক কিভাবে ফেসবুক আইডির username পরিবর্তন করতে হয়।

প্রথমতে আমারা যারা মেসেন্জার ব্যাবহার করি তারা প্লে স্টোরর থেকে মেসেন্জারটি আপডেট করে নেই, কারণ আমার জানা মতে আপডেট মেসেন্জারেই এটি ভালো কাজ করে।

আপডেট করা হয়ে গেলে মেসেন্জারটি ওপেন করুন তারপর দেখুন নিচের মতো হোমপেজ আসছে, সেখান থেকে পিকচারে দেখানো আইকোনটিতে ক্লিক করুন

ক্লিক করার পর দেখতে পাবেন আপনার নাম, Username এবং ফোন নম্বর দেখা যাচ্ছে সেখান থেকে username এ ক্লিক করুন

তারপর Edit Username নামে একটি অপশন পাবেন, সেটিতে ক্লিক করুন

এখন আপনি আপনার ইচ্ছামত ইউজারনেম দিন যদি টিক চিন্হটি সাদা দেখায় তাহলে আপনি এটা ব্যাবহার করতে পারবেন, না হলে username পাল্টিয়ে দেখুন অবশ্যেই হবে।

এইভাবেই যখন ইচ্ছা আপনার আইডির username পরিবর্তন করতে পারবেন কোন ঝামেলা ছাড়াই।

আজ এ পর্যন্তই, ভালো থাকুন সুস্থ থাকুন।

খোদা হাফেজ।

5 thoughts on "যারা এখন পর্যন্তও ফেসবুকের username চেন্জ করতে পারেন নি তারা দেখুন"

  1. Avatar photo Shafiq Jr Author says:
    Ki…… Bro……. Onk puraton……Post
    1. Ahmed24 Contributor Post Creator says:
      bro…..
      onek a jana na….
      Jara fb te new.
  2. Avatar photo SagorSrkian Author says:
    Bar Bar Ak E Post
  3. Avatar photo cvcjobayer Contributor says:
    আমি ইউজার নেম চেঞ্জ করেছি..
    কিন্তু,
    অন্য কারো ফেসবুক থেকে সার্চ দিলে আমার আইডি আসে না কেন..?
    কিন্তু,
    আগের ইউজার নেম দিয়ে সার্চ দিলে আমার আইডি পেত…
  4. Avatar photo Md Shohug Contributor says:
    সুন্দর Post

Leave a Reply