আসসালামু ওয়ারাহমাতুল্লাহ 🙂
আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি তা হল কিভাবে ডিজেবল হওয়া ফেসবুক আইডি ব্যাক করবেন 😀
সবাই জানেন যে, ফেসবুকে ফেক আইডি নিধন চলতেছে যার কারনে ফেইক আইডির ফাঁকেফাঁকে অনেক রিয়েল আইডিগুলাও ভুলে ডিজেবল করে দিচ্ছে 🙂
ডিজেবল আইডি ফিরিয়ে আনতে হলে আইডির সব তথ্য জানা থাকতে হবে..
তার মধ্যে অন্যতম Email/phone number,Date of birth 🙂
ডিজেবল অনেক্রকমের হয়ে থাকে permently গুলা বেশীরভাগ ব্যাক আসেনা 🙁
পার্মানেন্টলি বাদেও দুধরনের ঃ
১/ ডিজেবল হওয়া আইডি লগিন করার পর “let us know” তে ক্লিক করলে কার্ড সাবমিট বক্স আসে।
যেহেতু এই ধরনের ডিজেবল এ সাবমিট বক্স আসে,
তাই সবাই সাবমিট দিতে পারবেন সেটা বলার প্রয়োজন নাই :3
আজ এইগুলা নিয়েই আলোচনা করব।
কার্ড সাবমিট দেওয়ার বক্সত আসেনা তাহলে কিভাবে সাবমিট করবেন (ডিজেবল ব্যাক করবেন)
↓Follow My post↓
আমি দুইটা লিংক দিব ঐ লিংকগুলার মাধ্যমে কার্ড সাবমিট করতে পারবেন এবং আপনার কার্ড+সব তথ্য যদি ঠিকঠাক হয় তাহলে অবশ্যই আইডি ফেরত পারেন 😀
Link 1
লিংকে ঢুকার পর এরকম পেইজ আসবে
সবকিছু ঠিকভাবে সাবমিট (send) করেন।
Link 2
লিংকে ঢুকার পর এরকম পেইজ আসবে
সব ইনফরমেশন দিয়ে সাবমিট করেন।
#এডিশনাল ইনফো না দিলেও চলবে, আর দিলে ইংরেজিতে শুদ্ধ ভাষায় দিতে হবে।।
সবকিছু ঠিক থাকলে আশাকরি সাবমিট দেওয়ার ১-৭২ ঘণ্টার ভিতর আইডি ফিরে পাবেন..
সবাই ভাল থাকেন 🙂
আল্লাহ হাফেজ 😀
ei disable tar kotai bolsi 🙂
birth certificate/school certificate