ইতিমধ্যে হয়ত কিছুজন দেখেছেন যে, কিছু Group এ Admins রা Page দিয়ে Group এ Post করছে।
তারা এটা তাদের Group কে তাদের Page এর সাথে Link করার মাধ্যমে করছে। নিচের Screenshots গুলো দেখুন তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেনঃ
দেখতেই পাচ্ছেন HBO Page এর Groups tab রয়েছে। যার মাধ্যমে তারা তাদের একটি Group তদের Page এর সাথে Link করতে সক্ষম হয়েছে। এই Groups tab টি এখনো Facebook Team সব Page এর জন্য চালু করেনি। এটি এখনো Test করা হচ্ছে কিছু Pages এ।
CNET এর তথ্যানুসারে মাত্র ২% Pages এ Facebook Team এই Test টি করছে। জুন মাসে আরও অধিক Pages এ Groups tab চালু হবে বলে ধারণা করা হচ্ছে। সব Page এ Groups tab চালু হওয়া মাত্রই TrickBD তে Post করে জানিয়ে দিব, কিভাবে Page দিয়ে Group Create এবং Link করতে হয়…
আসুন জেনে নিই, এই Groups tab for Page এর Features সমূহঃ
(১) Page Admins এবং Editors তাদের Page দিয়ে নতুন Group Create করতে পারবে এবং Page এর সাথে ঐসব Groups Link করতে পারবে তারা যেগুলো Group এর Admin(Group Moderator হলে হবে না।)।
(২) যখন কোনো Page Admin বা Editor তাদের Page দিয়ে নতুন কোনো Group বানাবে বা কোনো Group Link করবে তখন Page এর সব Admins এবং Editors LINKED Group এর Admin এবং Page Moderator LINKED Group এর Moderator হয়ে যাবে সেই LINKED Group এর কোনো Membership না থাকা সত্ত্বেও। তবে কোনো Page Admin/Editor/Moderator কে যদি LINKED Group থেকে Block করা হয় তাহলে সেই Page Admin/Editor/Moderator সেই Group এর Admin/Moderator হওয়া দূরের কথা Group টাই খুঁজে পাবে না।
(৩) যদি কোনো Page Admin বা Editor Page দিয়ে Group Create করে তাহলে Page সেই Group এর Original Creator Status পাবে না অর্থাৎ যেকোনো Page Admin, Page Editor এবং Group Admin সেই Page কে Group থেকে Remove করতে পারবে। তাই Page দিয়ে Group না Create করে নিজের Facebook Profile দিয়ে Group Create করে সেটা Page এর সাথে Link করাই সর্বোত্তম।
(৪) Page এর সাথে LINKED করা Group এ Page Admins এবং Editors Page দিয়ে সেই Group এ Like/React, Post এবং Comment করতে পারবে।
(৫) একটি Page এর সাথে একাধিক Groups Link করা যাবে এবং একটি Group এর সাথেও একাধিক Pages Link করা যাবে।
(৬) Group এ Page Link করার পর Page টিকে Group Moderator বা Memberও বানানো যাবে। তবে এক্ষেত্রে Page এর Groups tab এ Group টি Show করবে না।
(৭) Page দিয়ে Group এ Post করলে Page এর Post এর মতো সেই Post এর Reaches দেখা যাবে ।
আশা করি, TrickBD Facebook Page এরও একটি LINKED করা Group হবে, যেখানে সব TrickBD Users রা Join করবে।
Amak massage korlei hobe.
Fb.com/azizulhaque.8